আমার একা একক এক কাহিনি....
আমার একা একা চলার
একা একা থাকার
একা একা দেখার মাঝে
ঐ তুমি কে?
আমার পাশে পাশে চলার
দূরে দূরে থাকার
কাছে কাছে আসার
ঐ তুমি কে??
আমার প্রথম প্রনয়
নির্জনে আগুনের সনয়
আঁধারে লিখেছি
তোমার তনয়
আমি আছি চেয়ে চেয়ে
তোমার হয়ে পরিত্যক্তা এই মেয়ে।
[রচনাকাল: ২৭ তারিখ মঙ্গলবার, ২০০৮ইং। বিকেল পাঁচটা বেজে সামথিং।]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।