জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
একটি সরকারী ব্যাংকে বিল দিতে গিয়ে ফেঁসে গেলাম। ঝাড়া দু ঘণ্টা সময় নষ্ট। প্রথমে গিয়ে স্ক্রল করাতে দাঁড়ালাম একটি লাইনে। লাইন চলে না , চলে না, চলে না রে ..............
তার শম্বুক গতিতে গিয়ে স্ক্রল করাতে পারলাম। এবার বিল নিয়ে দাঁড়ালাম ক্যাশের লাইনে।
আবারও লাইন চলে না, নড়ে না, চলে না রে ..... গরমে কষ্টে ঘামতে ঘামতে ধীর গতিতে এগুতে থাকলাম পরম আকাঙ্ক্ষিত ক্যাশ কাউন্টারের দিকে। অনেক বাঁকা মন্তব্য, অনেক পরামর্শ শুনতে ক্লান্ত হয়ে ক্যাশ কাউন্টারের কাছে পৌছাতে পারলাম। বিল দিলাম।
তারপর আবারও আরেকটি লাইন। বিল ফেরত নেয়ার লাইন।
বিলে অফিসার সাহেব সই করে ফেরত দেবেন তার জন্য অপেক্ষা। অফিসার সাহেবের সামনে অনেক বিল - বিলের স্তুপ। তিনি ধীরে ধীরে সই দিচ্ছেন। সই দিলেন আমারটায়। বিল হাতে ফেরত পেয়ে কী যে আনন্দ।
অবশেষে দু ঘণ্টা পর ব্যাংক থেকে মুক্তি পেলাম।
আমাদের সরকারী ব্যাংকের সেবায় আমি মুগ্ধ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।