চিনতিত আজ অফিস থেকে গেলাম ব্যাংকে পে চেক জমা দেবার জন্য। একটা স্লিপ নিয়ে পূরণ করার পরে দেখি নিচেরটায় কোনো দাগ পরে নাই। কলম দিয়েই তাই পূরণ করে ফেললাম। পরে কাউন্টারে জমা দিতে গেলে ব্যাটা বলল যে আমরা কলমে পূরণ করা স্লিপ নেই না। আমি বললাম, ভাই, স্লিপটা তো এমনই ছিল।
তবে ব্যাটা আর কোনো কথা না বলে চেক জমা নিল।
তবে পরে আমার মনে হল, গাফলতিটা আমারই। নিচেরটা আবার পূরণ না করে নতুন একটা পূরণ করলেই পারতাম। মাঝে মাঝে কিছু ভুল করি হেয়ালি করে, তবে তার পিছনে অনভিজ্ঞ কিছু লজিক থাকে, যেমন আমার লজিক ছিল নিচের টা তো অটোমেটিক কার্বন কপিড হয় লেখকের কষ্ট কমাবার জন্য, আমি না হয় কষ্ট করে হাতেই লিখলাম।
কিন্তু এখন মনে হচ্ছে ভুল করেছি।
মনটা একটু বিষন্ন, কেন যে হেয়ালি গুলো করি। কয়টা মাত্র বেতন পাই, সেট যদি এখন আমার হেয়ালির জন্যে ফেসে যায়, কি হবে?
কেও কি জানেন ব্যাপারটা। কোন সমস্যা হবে না তো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।