আমাদের কথা খুঁজে নিন

   

আহারে বৃষ্টি .......... তোরে ছুঁইনা কতোদিন .........

sabujs@yahoo.com
আহারে বৃষ্টি ......... তোরে ছুঁইনা কতোদিন ......... শৈশবে বর্ষার রঙ কেমন আশ্চর্য রঙিন। টিনের চালে বৃষ্টির ঝুম ঝুম শব্দ শুনে গভীর রাতে ক্ষনিকের ঘুম ভেঙে যাওয়া । মাঝে মাঝে পাশের জংলা বাশঁবাগানে বাতাসের শো শো শব্দ। তাতে ঘুম যেন আরও গভীর হয়ে আলগোছে চোখের পাতায় এসে ভর করে । ........... তখন হঠাৎ মেঘের গুমগুম শব্দে চমকে উঠে মায়ের গলাটা জড়িয়ে ধরা ।

পরদিন সকালের আকাশটা যেন সদ্য ধোয়া কোন নীল বিছানার চাদর । চকচকে রোদের আলোয় নারকেলের লম্বাটে পাতাগুলো যেন হেয়ালি রাজপুত্রের বর্শার ফলার মতো চকচকে ............ আরো কিছুদিন পার হলে বৃষ্টির ফোটাঁগুলো যেন চুম্বকের মতো আকর্ষন করে খেলার মাঠে। দুরন্ত কৈশোরের ফুটবল, কাদাজলে লুটোপুটি করে সারা দুপুর পার করে খরস্রোতা ছোট্ট নদীতে উদ্দাম স্বাধীনতা ........... অত:পর ভয়ে ভয়ে বাড়ির উঠোনে পা দেবার সাথে সাথে মায়ের মিষ্টি বকুনি .......... অত:পর শরতের আকাশনীল মেঘদল এসে একটানে আমার বৃষ্টির ফোটাঁগুলোর রঙ যেন আর একবার বদলে দেয়। তখন তা হয়ে ওঠে মেঘকন্যার হাতের সেই আশ্চর্য নীল চুড়ির মতো । আমি জানালায় দাড়িয়ে সেই অদ্ভুত বৃষ্টির শব্দ শুনতে শুনতে যেন গহীন অরন্যে হারিয়ে যাই।

সেখানে কদমের মৌ মৌ গন্ধে বৃষ্টির শব্দের সাথে নীল চুড়ির রিমঝিম শব্দ যেন মিলেমিশে একাকার হয়ে যায় ........... সেই শব্দ শুনতে শুনতে আমার বর্ষা কাটে, শ্রাবন কাটে .......... ধীরে ধীরে বৃষ্টির রঙ যেন ধূসর হয়, মলিন হয় ........ অত:পর ভাঁজ পড়া চোখে বৃষ্টির ফোটা আর চোখের ব্যর্থতা একাকার হয়ে যায় .......... আমি আবার কল্পনায় শৈশবের টিনের চালে বৃষ্টির শব্দ শুনি , কড়কড়ে মেঘদলের আওয়াজ তাচ্ছিল্য করে দুরন্ত খরস্রোতায়া ঝাপ দেই, খালি পায়ে হন্যে হয়ে খুজি একগাছি নীলচে চুড়ির শব্দ ............. অত:পর জানালাটা বন্ধ করে পুরোনো শালটা গায়ে জড়িয়ে ঘুমের রাজ্যে হারিয়ে যাই। বাইরে তখন তুমুল বৃষ্টি........... কিন্তু আমার আর সেই বৃষ্টিতে ভেজা হয়না ........ সময়ের সাথে সাথে তখন বৃষ্টির ফোটাঁগুলো বর্নহীন ......... আহারে বৃষ্টি , তোরে ছুইঁনা কতোদিন .............
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।