আমাদের কথা খুঁজে নিন

   

জরিপঃ সেরা এন্টিভাইরাস কোনটি?

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

এন্টিভাইরাস নির্বাচন করতে গেলে সমস্যায় পড়তে হয় অনেক ইউজারকেই।

একেকজনকে জিজ্ঞেস করলে একেকটার কথা বলে। তাই এই জরিপের আয়োজন করলাম। আপনাদের ভোট দিয়ে নির্বাচন করুন সেরা এন্টিভাইরাস কোনটি। আমি এখানে কিছু এন্টিভাইরাসের নাম দিলাম। এর বাইরে যদি আপনাদের প্রিয় পরিচিত কোন এন্টিভাইরাসের নাম থেকে থাকে তাহলে এই পোস্টে জানান।

আর আপনাদের পছন্দের এন্টিভাইরাস নির্বাচন করতে শুধুমাত্র এন্টিভাইরাসের নাম্বারটি মন্তব্যের জায়গায় লিখুন। নিয়মিত তালিকাটি আপডেট করা হবে। ১. BitDefender ভোটের সংখ্যাঃ ৩ ২. Kaspersky ভোটের সংখ্যাঃ ১০ ৩. ESET Nod32 ভোটের সংখ্যাঃ ৭ ৪. AVG Anti-Virus ভোটের সংখ্যাঃ ৭ ৫. F-Secure Anti-Virus ভোটের সংখ্যাঃ ০ ৬. Trend Micro ভোটের সংখ্যাঃ ০ ৭. McAfee VirusScan ভোটের সংখ্যাঃ ৪ ৮. Norton AntiVirus ভোটের সংখ্যাঃ ২ ৯. CA Antivirus ভোটের সংখ্যাঃ ০ ১০. Norman Antivirus and Antispyware ভোটের সংখ্যাঃ ০ ১১. G DATA Antivirus ভোটের সংখ্যাঃ ০ ১২. Panda Antivirus ভোটের সংখ্যাঃ ০ ১৩. AVAST! ভোটের সংখ্যাঃ ২ ১৪. F-Prot ভোটের সংখ্যাঃ ০ ১৫. PC Tools AntiVirus ভোটের সংখ্যাঃ ০ ১৬. Webroot Antivirus ভোটের সংখ্যাঃ ০ ১৭. ViRobot ভোটের সংখ্যাঃ ০ ১৮. CyberScrub AntiVirus ভোটের সংখ্যাঃ ০ ১৯. The Shield Antivirus ভোটের সংখ্যাঃ ০ ২০. WinAntiVirus ভোটের সংখ্যাঃ ০ ২১. Windows Live OneCare ভোটের সংখ্যাঃ ০ ২২. Avira AntiVir ভোটের সংখ্যাঃ ১ ২৩. eScan antivirus ভোটের সংখ্যাঃ ০ ২৪. Quick Heal ভোটের সংখ্যাঃ ১ (এই জরিপের ব্যপারে যেকোন মন্তব্য এখানে করতে পারেন) ভোট গ্রহণ করা হবে শুধুমাত্র এই লিংকে মোট ভোট দিয়েছেনঃ ৩৫ জন। সর্বশেষ আপডেটঃ ০৪ ঠা জুন, ২০০৮ দুপুর ২:১৪ (ভোট গ্রহণ বন্ধ করা হল) ০৫ ই জুন, ২০০৮ দুপুর ১:০৩ জরিপের ফলাফল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.