মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে। বিগত কিছুদিন বাংলাদেশের ৫টি জেলায় একটি ছোট জরিপ চালালাম। মোবাইল বিক্রেতা এবং ব্যাবহারকারিদের জিজ্ঞেস করে এইটা জানতে চাচ্ছিলাম যে কোন বছরে কোন নোকিয়া ছিল সবচেয়ে জনপ্রিয় এবং কেন।
বেশিরভাগ ক্ষেত্রেই উৎসাহের সাথে জবাব পেয়েছি। সব মিলিয়ে আমার ছোট একটি জরিপের সংক্ষিপ্ত ফলাফল যা দাঁড়ালো তার ১ম পর্ব থাকছে আজ।
২০০০-২০০১
এই সময় প্রায় ফাকা মার্কেটে রাজত্ব করেছে নোকিয়া ৫১১০ এবং নোকিয়া ৫১১০আই । সেই সময় তেমন একটা মোবাইল মার্কেট ছিল না, ফলে তখনকার গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধিদের কাছ থেকে জানা যায় যে গ্রামীনফোনএর ০১৭১১ এর অধিকাংশ এবং ০১৭১২ এর কিছু অংশের সংযোগের সাথে তারা এই মোবাইল বিক্রি করেছেন সর্বচ্চ। এর স্টাইলিশ ডিজাইন আর ভালো নেটওয়ার্ক প্রাপ্তির জন্য তখন এটি ব্যাপক জনপ্রিয় হয়।
এছাড়া এই মোবাইলের স্নেক গেমটি অসাধারন জনপ্রিয়তা পায়।
২০০২-২০০৩
এই সময় বাজারে মোবাইল ফোনের মডেলের বৈচিত্র্য আসতে শুরু করে, তবে কিছু মোবাইল অধিক জনপ্রিয় হয়। যেমন নোকিয়া ৩৩১০। এটি গ্রামীণফোনের ০১৭১৬ ক্রমের সংযোগধারীদের কাছে বেশি দেখা যায়। ছোট আকার এবং বডি এন্টিনা ছাড়া মোবাইল বলে এটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
এছাড়া শহর অঞ্চলে তখনকার রঙ্গিন মোবাইলের ভিতর নোকিয়া ৭২১০ ভালই জনপ্রিয়তা পায়।
২০০৪-২০০৫
এই সময় ঢাকার বাইরের এলাকাগুলোতেও রঙ্গিন পর্দার মোবাইলগুলো জনপ্রিয় হতে থাকে। তবে অবশ্যই এই সময়টাকে বলতে হবে নোকিয়া ১১০০ এর স্বর্ণযুগ। ঢাকা ও ঢাকার বাইরে নোকিয়ার প্রায় ৫০% ক্রেতাই নোকিয়া ১১০০কিনেছিলেন। অনেক দোকানদারই এই সময় সুধুমাত্র নোকিয়া ১১০০ই বিক্রি করেছেন বলে জানিয়েছেন।
এছাড়া রঙ্গিন মোবাইলের ভিতর সবচেয়ে জনপ্রিয় হয় নোকিয়া ২৬০০। এর জনপ্রিয়তার প্রধান কারন ছিল রঙ্গিন ডিসপ্লে এবং পলিফোনিক রিংটোন।
এবং মফস্বল অঞ্চলে তেমন না হলেও শহর অঞ্চলে জনপ্রিয় হয় সুন্দর চেহারার নোকিয়া ৩১২০
আবার অনেক স্থানে নোকিয়া ২১০০ ও ভালই জনপ্রিয় হয়।
২০০৫-২০০৭
এই সময়টাতেও নোকিয়া ১১০০ এর রাজত্ব ছিল, তবে এর পাশাপাশি এই সময় ক্যামেরা সহ মোবাইল জনপ্রিয় হওয়া শুরু করে।
এসময় এফএম রেডিও সহ নোকিয়া ২৩০০ ভালো জনপ্রিয় হয়, এর আধুনিক ডিজাইনও এর জনপ্রিয় হবার অন্যতম কারন।
ক্যামেরা সহ মোবাইলগুলোর ভিতর সবচেয়ে জনপ্রিয় হয় নোকিয়া ৩২২০।
ঢাকা ও ঢাকার বাইরে এই মোবাইলের কদর ছিল তখন দেখার মত। তবে তখন অনেক ক্রেতাদের ক্যামেরা সহ মোবাইল এড়িয়ে জেতেও দেখা গিয়েছে।
এছাড়া সেই সময় একটু উচ্চবিত্তদের ভিতর মাল্টিমিডীয়া সেট হিসেবে নোকিয়া ৩২৩০ এর ভালো চাহিদা ছিল।
এর বড় স্ক্রিন, ইন্টারনেট সুবিধা, জুম সহ ক্যামেরা ইত্যাদি ব্যাপক জনপ্রিয়তা পায়।
কিছু কিছু এলাকাতে মাল্টিমিডিয়া সেট হিসেবে নোকিয়া ৬৬০০ এর ভালো জনপ্রিয়তা লক্ষ করা গিয়েছে।
...................[চলবে...]
ধন্যবাদ জানাই সকল মোবাইল বিক্রেতা ও ব্যবহারকারীদের যারা আমাদের তথ্য দিয়ে সহায়তা করেছেন এবং আমার কিছু বন্ধুকে যারা আমার সাথে তথ্য সংগ্রহে সাহায্য করেছেন।
আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট দিতে পারেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। এছাড়া মোবাইল বিষয়ক নিয়মিত পোস্ট পড়তে এখনই যোগ দিন আমাদের গ্রুপে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।