আমাদের কথা খুঁজে নিন

   

ব্লকড

নিজের করা কোড দেখে নিজেই মূগ্ধ হয়ে তাকায়া থাকে, এরকম লোকজন দুনিয়াতে খুব কম। আমি সেই দূর্লভ প্রজাতীর একজন। ম্যাথ নিয়েও আমার অনেক আগ্রহ। অ্যাবস্ট্রাক্ট ম্যাথ নিয়ে কাজ করে এমন লোকজনকে আমি খুব সম্মান করি, তবে ম্যাথমেটিশিয়ানরা কোডিং পারে না, আমেরিকা/কানাডার ম্যা ব্লগার মোস্তফা কামাল পলাশ ( Click This Link ) আমাকে ব্লক করেছেন। এই প্রথম ব্লগ জীবনে ব্লক খাইলাম।

অবশ্য ব্লক করার কারণগুলো ঠিক বুঝি নাই। আমি উনার এই পোস্টে Click This Link/29758009 ২টা কমেন্ট করেছিলাম। --- "ভাই আপনার কাছ থেকেও আমরা এরকম কিছু দেখতে চাই। আশা করি অতি শিঘ্রই আমরা আপনার কাছ থেকে আপনার প্রফের সহায়তায় কিছু যুগান্তকারি আবিষ্কার দেখতে পাব। অবশ্য আপনি ওয়াটারলু ইউনি তে চান্স পেয়েই একটা যুগান্তকারি কাজ করে ফেলেছেন, তবুও আপনার কাছ থেকে আরও বড় কিছুর আশায় থাকলাম " এর পর উনি আমারে ঝাড়ি দেয়ার পর আমি আবার কমেন্ট করি- "ভাই আমি খারাপ কি বললাম বুঝলাম না একটু বুঝায়া দিলে উপকৃত হইতাম, তাইলে ভবিষ্যতে সাবধান হয়ে যাইতাম।

হাযার হইলেও আপনারা উঁচু স্তরের মানুষ, আপনাদের কাছ থেকে এই রকম আমরা আশা করতেই পারি। আপনিই বলেন দেশের কয়টা মানুষের সৌভাগ্য হয় ওয়াটারলুতে পড়ার। যাই হোক, ঝাড়ি দিয়া মনটাই খারাপ করে দিলেন / " এরপর উনি আমারে আমার মা বাপ নিয়া অনেক আজে বাজে কথা বলে বললেন যে আমাকে ব্লক করবেন। উনি নাকি আমার আরেক নিক কিছুদিন আগে ব্লক করেছেন, কিন্তু আমার আরেক নিক ঠিক কোনটা বোঝা গেল না এখন আপনারাই বলেন আমি খারাপটা কি করলাম? উনি ওয়াটার পড়ুয়া বিরাট স্কলার। দেশের কয়জনের সৌভাগ্য হয় ওয়াটারলুতে পড়ার? তার উপর উনি যেভাবে প্রফেসরদের 'বশ' করছেন তাতে উনার প্রতিভা নিয়ে কারও সন্দেহ নাই।

তার মধ্যে আবার উনি যেভাবে ২ জনের টিএ একা করাচ্ছেন সেটাও উনার বিরাট প্রতিভার স্বাক্ষর বহন করে । আমরা সামান্য মানুষ উনাদের মত মহান মানুষের কাছ থেকে এইটুকু চাইতেই পারি, নাকি পারি না বলেন? যাই হোক কিছুক্ষণ পর উনি আমারে আসলেই ব্লক করলেন। আমার মনে হচ্ছে এর কারন ভিন্ন। আমি উনার ব্লগে কিছুক্ষণ ঘুরাঘুরি করলাম। ঘুরে মনে হল উনার মধ্যে কিছুটা ছাগুত্ত আছে।

উনি শুধু আওয়ামীলিগের সমালোচনা করেই পোস্ট দেন। এই যে রাজাকারদের বিচার হচ্ছে, ফাসি হচ্ছে, এই ব্যাপারে উনার কোন বক্তব্য নাই। শুধু কি তাই, শিবির পুলিশরে হামলা করতাছে, এই জন্যও উনি আওয়ামীলিগরেই দোষী বানায়া ফেলছে। আমি নিশ্চিত খালেদা জিয়া যে দেশের মানুষের মান সম্মান পুরা ধুলার সাথে মিশিয়ে দিলেন আমেরিকার কাছে হাত পেতে, এই ব্যাপারেও উনি কিছু লিখবেন না। একটা স্বাধীন দেশকে আবার যে উনার লিখার মাধ্যমে পরাধীনতার দিকে ঠেলে দিলেন এইটা নিয়েও উনি কিছু লিখবেন না।

উনার ব্লগ দেখে আমি উনার ব্লগে একটা কমেন্ট করছিলাম, "বড়ই আজীব দেশ। শিবির হরতাল করে, শিবির!!!তাও হরতাল করার কারণটা কি- কিছু মাচোর বিচার করা যাবে না। আরও আজীব হচ্ছে বিএনপি আবার এই হরতালরে সাপোর্ট করে। আবার কিছু বুদ্ধিজীবি এই বিএনপিরে সাপোর্ট করে। এই ব্যাপারে আপনার মতামত কি, ভাইসাব?" উনি কোন মন্তব্য করলেন না, বরং আমারে ব্লক করলেন।

আমিও বুঝে গেলাম উনি কিছুটা না প্রায় পুরোপুরি ছাগু রোগে আক্রান্ত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.