যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি
একটা পুরো লেখা জামাতি পত্রিকা সংগ্রাম থেকে কপি/পেস্ট করে পোস্ট দেয় এক শিবির ব্লগার। Click This Link
আমি তাকে দেখালাম:
তথ্যসূত্র :১.
'আমি বিজয় দেখেছি', এম আর আখতার মুকুল, পৃষ্ঠা-৩০৮।
২. 'নো-ওয়ে বাট সারেন্ডার' ভারতের ইস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডার-ইন-চীফ ভাইস এডমিরাল এস কৃষাণ।
৩. 'দ্য লিবারেশন অব বাংলাদেশ, মেজর জেনারেল সুখওয়ান্ত সিং, পৃষ্ঠা-৩৬।
৪. 'মাসিক ডাইজেস্ট', জানুয়ারি ১৯৮৬।
আর শেষ সূত্রটা দেখুন:
৫.পুরো লেখাটি সংগ্রাম ২৮ মার্চ ২০০৮ থেকে নেয়া।
---
আর আমার কমেন্ট মুছে আমাকে ব্লক করলো! কি অবাক কান্ড।
দুই লাই লিখতে পারোনা বাবা, টিক আছে। সরাসরি বলো যে সংগ্রামের কপি পেস্ট - তা না করে ভাব নিয়ে তথ্য সূ্ত্রের লিস্ট দিয়েছে।
কি আর হবে, পরের পয়সার পড়াশুনা করে ঋন শোধ করতে গেলে একটু খাটাখাটি করাই কি উচিত নয়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।