আমাদের কথা খুঁজে নিন

   

অন্যের বিতর্ক লিখে নিজেই ব্লকড হলাম

বেশি কিছু চাই না, চাই শুধু মনের কথা বলতে ভাইজান.....এমন কথা কি কোনদিন শুনছেন অন্যের বিতর্কিত বিষয় লিখখা কেউ ব্লকড হইছে ? কি শোনেন নাই তো ? কিন্তু আমি হইছি । কথাটা হইল, গত ৭ই জুলাই আমি সানি লিওনের ছবি "জিসম ২" নিয়ে একটা পোষ্ট দিই ! স্বভাবতই তাতে সেই সিনেমার কত গুলি ছবি ছিল ( জানিনা সেই ছবির গুনেই কিনা ) । পোষ্টটি প্রায় সারাদিন ব্লগে ছিল এবং অনেকেই সেই পোষ্টটি দেখেন । কিন্ত রাতে আমার ব্লগটি খুলে দেখি আমায় ৫ দিনের জন্য ব্লক করা হয়েছে অথচ কি কারনে আমাকে ব্লক করা হল তার উল্লেখ কোথাও করা হয়নি এবং আমার ওই পোষ্টটি রাতারাতি ব্লগ থেকও ডিলিট করে দেওয়া হয়। আমি ব্লগ রুলস্‌টা আবারো পরলাম, সেখানে বলা হয়েছে ব্লগে যদি আপত্তিকর কিছু থাকে তাহলে তাকে তা সরানোর জন্য নোটিশ পাঠানো হবে ; আর উনি যদি তা না সরান তাহলে ব্লগ কর্তৃপক্ষ নিজের থেকেই সরিয়ে দেবে। ঠিক এই খানেই আমার প্রশ্ন । প্রথমত :- যদি আমার পোষ্টে বা ব্লগে আপত্তিকর কিছু থেকেই থাকে তাহলে তা আমাকে সরাতে বলা হল না কেন ? দ্বিতীয়ত :- কি কারনে আমায় ব্লক করা হল সেই বিষয় সম্পর্কে কর্তৃপক্ষ কেন কোন কারন দেখাল না ? এবার পরের কথা। ৫দিন কাটার পর আবারো যখন ব্লগ খুললাম তখন দেখি দেখাচ্ছে "২৩ ঘন্টা পর আপনার ব্লক খুলে দেওয়া হবে " এবার তৃতীয়ত :- ৫ দিন কাটার পরও যদি আমায় আরো ২৩ ঘন্টা অপেক্ষা করতে হয় তাহলে ৫ দিন না লিখে ৬ দিন লিখকে কি ঠিক হত না ? জানিনা যিনি এই পোষ্টটি পড়ছেন তিনি এটাকে ঠিক কি ভাবে নেবেন। তবে আমি প্র্রথমেই আমার ব্লগে লিখেছি "বেশি কিছু চাই না চাই শুধু মনের কথা বলতে" তাইতো ব্লক উঠার সাথে সাথেই ব্লগ লেখা শুরু , আর কথা টাইপ হয়ে ডিজিটালি আমার ব্লগে আর আপনার কম্পিউটার স্ক্রিনে................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।