আমাদের একটা সময় ছিল। যখন আমরা খেলতাম দাপিয়ে বেড়াতাম । সময়টা খু্ব একটা দূরের নয় । কাছাকাছি সময়্ই হবে। এইতো ১৯৯০ থেকে ১৯৯৭ পর্যন্ত খুব এটা দূরের সময় এটা নয়।
আমি বলিছি দিন দিন কমে যাচ্ছে খেলার মাঠ ।
এখানে খেলার মাঠ শুধু ঐ খেলার জন্য মাঠই নয়...
এখন বিনোদন ঘর কেন্দ্রি ক তাই আমাদের আর আগের মত করে বেড়ে উঠা হয়না। মুক্ত মনে প্রাণে উচ্ছাসে আর বাতান নেওয়া হয়না।
বিনোদন তাও আর বিদেশী চ্যানেল নির্ভল তাই
আমরা আমাদের ঘরে বসেই তৈরি করি
আমাদের সন্তান দের এছাড়া উপায়কি
বলেত পারেন। না কোন উত্তর মেলে না।
প্রতিদিনই তো কত খবর আসে পত্রিকার পাতার ইদানীয় খুব বেশি হানাহানির আর খুন আর হত্যার খবরই বেশি ।
এই খবর গুলো তো আগেও আসতো
কিন্তু চিন্তা কারণ হলো আমি যাকে বিশ্বাস করি ভালোবাসি স্নেহ করি সেই
আপন জনেরাই যদি নিজেদের ঘাতক হয় তবে কাকে আর বিশ্বাস ভালোবাসা আর স্নেহ করা যায়।
এইতো খবর গুলো
মেয়ের হাতে বাবা মা খুন
ভাইয়ের হাতে ভাই খুন
স্ত্রী কে হত্যা করে স্বামীর আত্মহত্যা
ভাগ্নে হাতে মামা খুন
ছেলের হাতে বাবা
ইত্যাদি আর কত কি
তাহলে আমরা কি বলবো না সাংস্কৃতিক আগ্রাসনের কারণে আমাদের দেশে পারিবারিক আস্থার বন্ধন শিথিল হয়ে পড়ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।