অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...
ফের যদি মুখোমুখি দাঁড়াই মোরা
কি করবে সেই ক্ষণে ?
হেঁটে চলে যদি পা দু’জোড়া
হাতদুটো উষ্ণতা ভাগাভাগি করে,
অনুভব ভাঙে আড়মোড়া
শীতল রাতের মাতাল সমীরণে
জাগবে কি শিহরণ অনুরণে !
যদি ফের গাই কোন গান
এক তারে বেঁধে নিয়ে প্রাণ
তুমিও কি সাধবে সুর ?
দখিনা বাতাসে হিল্লোল তুলে
ছড়াবে সেই তান বহুদূর
আবেগী ডিঙ্গি হবে বহমান
স্বপ্ন কি তবে ছোবে আসমান !
চোখ তুলে চাই যদি ফের
সিক্ত হয়ে উচ্ছ্বাসে ঢের
তোমার উজ্জ্বল বাদামী চোখে
একরাশ রক্তিম আভা মেখে
আমারি মত হয়ে উন্মুখ
ভুলে গিয়ে ক্লেশ¬
পরশিবে কি সুডৌল চিবুক!
তুমি আর আমি মুখোমুখি হলে
সুনীল সমুদ্র জোয়ারেতে দোলে
তুমি আমি যবে চোখ রাখি চোখে
নীলাকাশ জেনো রংধনু আঁকে
হাতে হাত রেখে হেঁটে চলি যদি
সাগরে মেশে যে মাতাল নদী
ছুঁয়ে যাও যবে মায়ায় ভীষণ
তাপদাহ মাঝে ঘন বরিষণ।
সত্যি কি তুমি আসবে
একসাথে কি হাঁটবে
তাকাবে কি
এই মুখপানে
ধরবে কি বল হাত...?
এখানে প্রতীক্ষারত দিন-রাত ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।