আমাদের কথা খুঁজে নিন

   

মায়ের শুধু চোখের কোনটা ভিজে উঠে ধীরে..........কবে যাবো ফিরে , কবে যাবো ফিরে ( উৎসর্গ : প্রবাসে থাকা সকল ব্লগারদের।)

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে কবে যাবো ফিরে বুড়িগঙ্গা তীরে আমার শীতলক্ষ্যা তীরে সাতার কেটে করবো গোসল ঘোলা ঘোলা নীরে। কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে বাউন্ডুলে হয়ে ঘুরতাম চকে থেকে বাড্ডা সংসদ মাঠ আর রমনা পার্কে দিতাম কত আড্ডা ফুচকা পেয়াজু, ডালপুরী পোয়া মোয়া হায় ঝালমুড়ি আজও জ্বিবে জল আসে যে সেসব স্মৃতি ঘিরে। কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে এখন্ও তো রোজ সকালে লাল সুরুজটা উঠে আমরা নাই তবও সাঝে হাসনাহেনা ফুটে তোমরা সবাই সূর্য দেখ জুই কামিনীর গন্ধ শুকো মায়ের শুধু চোখের কোনটা ভিজে উঠে ধীরে কবে যাবো ফিরে , কবে যাবো ফিরে। * ভাইব ব্যান্ড এর নষ্টালজিয়া শিরোনামের গান এটি। আজ বারবার গানটা শুনছি।

কবে যে যাবো ফিরে! মায়ের ফোন আজও পেয়েছি। বাড়ি যাওয়ার জন্য বলেছে আম্মু। কিন্তু আটকা পড়ে আছি। এইসব ইট পাথরের হিসাবের মধ্যে। মায়ের শুধু চোখের কোনটা ভিজে উঠে ধীরে.........কবে যাবো ফিরে , কবে যাবো ফিরে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.