আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগাররা, মনে আছে সেই তিনজন গোয়েন্দার কথা? (জরিপ পোস্ট)

reaz.shahed@gmail.com

কিশোর পাশা, মুসা আমান, রবিন মিলফোর্ড- চেষ্টা করেও কি ভুলতে পারবেন আপনি, এই তিনটি নাম? রকিব হাসানের অমর সৃষ্টি এই তিনজন গোয়েন্দাই তো মাতিয়ে রেখেছিলো আমাদের পুরো শৈশব-কৈশোরকাল, পরিচয় করিয়ে দিচ্ছিলো অপূর্ব মায়াবী এক জগতের সঙ্গে। প্রিয় ব্লগার, মনে কি পড়ে রাশেদ চাচা, মেরীচাচী, পুলিশ চীফ ইয়ান ফ্লেচার, চিত্র পরিচালক ডেভিস ক্রিস্টোফার, ব্যাভারিয়ান ভ্রাতৃদ্বয় বোরিস আর রোভার কে? তিন গোয়েন্দার বান্ধবী জরজিনা পার্কার আর তার কুকুর রাফিয়ান কে? তিন গোয়েন্দার চিরশত্রু টেরিয়ার ডয়েল ওরফে শুঁটকি টেরি কে? আরো কতো কতো চরিত্র, কতো কতো ঘটনা... এই জরিপ পোস্ট আপনাদের সুযোগ করে দিচ্ছে তিন গোয়েন্দা কে নিয়ে নস্টালজিক হবার; আপনাদের মতে সেরা পাঁচটি তিন গোয়েন্দার নাম লিখে দিন মন্তব্যের ঘরে। সাত দিন পর জানানো হবে ফলাফল, সেখানে থাকবে আপনাদের বাছাই করা তিন গোয়েন্দা থেকে সর্বাধিক ভোটপ্রাপ্ত দশটি তিন গোয়েন্দার নাম। তিন গোয়েন্দার সেই পরিচিতি পর্বটি, প্রতিটি তিন গোয়েন্দার বইয়ের শুরুতেই যেটি থাকে- হাল্লো, কিশোর বন্ধুরা, আমি কিশোর পাশা বলছি, আমেরিকার রকি বীচ থেকে। জায়গাটা লস অ্যাঞ্জেলেসে, প্রশান্ত মহাসাগরের তীরে, হলিউড থেকে মাত্র কয়েক মাইল দূরে।

যারা এখনো আমাদের পরিচয় জানোনা, তাদের বলছি- আমরা তিন বন্ধু মিলে একটা গোয়েন্দা সংস্থা খুলেছি, নাম- তিন গোয়েন্দা । আমি বাঙালি, থাকি চাচা-চাচীর কাছে। দুই বন্ধুর একজনের নাম মুসা আমান, ব্যায়ামবীর, আমেরিকান নিগ্রো। অন্যজন রবিন মিলফোর্ড, আইরিশ আমেরিকান, বইয়ের পোকা। একই ক্লাসে পড়ি আমরা।

পাশা স্যালভেজ ইয়ার্ডে লোহালক্কড়ের জঞ্জালের নিচে পুরোনো এক মোবাইল হোমে আমাদের হেডকোয়ার্টার। নতুন আরেকটা রহস্যের সমাধান করতে চলেছি। এসোনা, চলে এসো আমাদের দলে। নাহ আর লিখতে পারছি না, গায়ে কাঁটা দিচ্ছে... এবার আপনাদের পালা। ধন্যবাদ।

[ আপডেট: সম্ভবত পাঁচটা অনেক কম হয়ে গেছে, ব্লগাররা হিমশিম খেয়ে যাচ্ছেন এতো এতো ভালো বই থেকে মাত্র পাঁচটা বাছাই করতে; অতএব বই বাছাইয়ের ক্ষেত্রে আর কোনো লিমিট রাখা হচ্ছে না, যার যতোগুলো ইচ্ছা বইয়ের নাম দিন। ধন্যবাদ। ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.