বই পড়তে ভালবাসি । সেই সাথে মুভি । বই আর মুভি পেলে এর কিছু চাই না।
বইয়ের নাম - 2 states(২ স্টেট )
লেখক -চেতন ভগত
প্রকাশ কাল - ২০০৯
আমার রেটিং - ৮.৮/১০
চেতন ভগত আমার খুব প্রিয় একজন লেখক যেদিন আমি উনার থ্রি মিসটেক অফ মাই লাইফ পড়েছি । সেই হিসেবে বইটি আমার খুব ভালো লেগেছে ।
প্লট ঃ
প্লট একেবারে সিম্পল । কিন্তু এই সিম্পল প্লটটাকে অসাধারণ করে তুলেছে লেখার স্টাইল এর বলার ধরন । আন্নায়া এর কৃশ দুইজন দুইজনকে ভালোবাসে । কিন্তু তাদের পরিবারের কেউই মেনে নেই না । এখন দুইজনের দ্বায়িত্ব তাদের পরিবারকে রাজি করানোর ।
কিন্তু বেপারটা এত সহজ না । এই কঠিন কাজটাকে সহজ করানোর গল্পই বলা হয়েছে বইটিতে । এর বেশি কিছু বল্লে স্পইলার হয়ে যাবে । তাই কিছু বললাম না। পড়ে জানাবেন ক্যামন লাগলো ।
ডাউনলোড লিঙ্ক ( ইংরেজি )
N B : বইটি থেকে মুভি হচ্ছে । আলিয়া ভাট এর অজুন কাপুর অভনয় করবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।