আমাদের কথা খুঁজে নিন

   

মানবজমিন, যায়যায়দিনের সার্কুলেশন ও একটি প্রেসনোট

জেনুইন গোপাল - নো ভেজাল

দৈনিক যায়যায়দিন পত্রিকার সার্কুলেশন দিন দিন উর্ধগতিতে নিচের দিকে ধাবিত হইতেছে। দখল সূত্রে পাওয়া সম্পাদক পদ নিয়া বাংলা চলচ্চিত্রের ব্যর্থ পরিচালক শহীদুল হক খান যায়যায়দিনকে ঘিরিয়া নতুন চলচ্চিত্র বানাইবার প্রয়াস পাইয়াছেন। কিছুকাল আগে দৈনিক আমাদের সময়-এ প্রকাশিত বিজ্ঞাপন নিয়া কটূক্তি করিবার পর তাহা নিয়া বিপুল হাস্যরসের সৃষ্টি হইয়াছে। নয়া দিগন্ত হইতে ফেলিয়া দেয়া আবর্জনাকে সংগ্রহ করিয়া যায়যায়দিনের বিজ্ঞাপন বিভাগের দায়িত্ব দেয়া হইয়াছে । মস্তিস্ক বিকৃত উক্ত ব্যক্তির পরামর্শক্রমে এমন কাজ হইয়াছে বলিয়া সূত্র নিশ্চিত করিয়াছে।

গতকল্য আরেকখানি চলচ্চিত্র চিত্রায়িত হইয়াছে দৈনিক মানবজমিনকে কেন্দ্র করিয়া। লং শটের এই দৃশ্যে যা দৃশ্যমান হইয়াছে তাহাতে বুঝানো হইয়াছে, মানবজমিনের দস্যু হকাররা ঝাপাইয়া পড়িয়া যায়যায়দিন কাড়িয়া নিয়াছে এবং যায়যায়দিনের সুবোধ হকারদের ঠ্যাঙ্গানি দিয়াছে। যায়যায়দিনের হকাররা বাচাঁও বাচাঁও বলিয়া চিৎকার করিয়া পালাইয়া আসিয়াছে। এই চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক ও ফাইট ডিরেক্টরের সঙ্গে গোবেচারা হকারদের স্থিরচিত্র যায়যায়দিনে প্রকাশ করিয়া র‌্যাবের কাছে ফরিয়াদ জানাইয়াছে। চলচ্চিত্রের ফাইট ডিরেক্টর (সার্কুলেশন ম্যানেজার)-কে আমদানি করা হইয়াছে দৈনিক দিনকাল হইতে।

তাহার কর্ম সাফল্য শুন্যের কোটায় চলিয়া যাওয়াতে এই কাহিনীর অবতারনা করা হয় । কাহিনীর ভিতরকার কাহিনী হইলো, যায়যায়দিন পত্রিকাটি হইতে উহার জন্মদাতাকে বিতাড়িত করিবার পর উহা ছাপা হইতেছে মাত্র ১৯ হাজার। যাহার মধ্যে তিন হাজার সৌজন্য সংখ্যা এবং সাত হাজার ফেরত কপি। বাকি যা চলিতেছে তাহা আগামী মাসের শুরুতে আরো কমিয়া যাইবে। কেননা যাহারা গৃহে পত্রিকাটি রাখিয়া থাকেন তাহারা মাসের শুরুতে বিল দিবার কালে হকারদের না বলিয়া দিবেন।

কর্তৃপক্ষ আশা করিতেছে যে, আগামী গৃহপালিত নির্বাচনে যখন এইচআরসি মালিক সাঈদ হোসেন চৌধুরী আলু প্রতীক নিয়া প্রার্থী হইবেন তখন যায়যায়দিনের সার্কুলেশন বৃদ্ধি পাইয়া তিন হাজারে উন্নিত হইবে। যাহা কেবল সৌজন্য সংখ্যা হিসাবে বিবেচিত হইবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.