রাজধানীর ওয়ারী এলাকার টিপু সুলতান রোডের ১৬/২ নম্বর বাসা থেকে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ভুয়া র্যাব কর্মকর্তা আটক র্যাব- ১০। মোজাম্মেল হক ফয়সাল (২০) নামের যুবক নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন ও র্যাব- ৭ এর কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে তাকে আটক করে।
জানা গেছে, ফয়সাল সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেন এবং র্যাব-৭ এ কর্মরত রয়েছেন এই বলে বিভিন্ন লোকজনকে চাকরি, টেন্ডারসহ বিভিন্ন কাজ পাইয়ে দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ করে আসছিলেন। এরই মধ্যে তিনি ৬/৭ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেন। একই সঙ্গে নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে ফেসবুকে পেজ খোলেন ফয়সাল। এর মাধ্যমে নারীদের সঙ্গেও প্রতারণা করে আসছিলেন তিনি।
আটক ফয়সালের পিতা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। বর্তমানে তিনি গাজিপুরের মেশিন ট্যুলস ফ্যাক্টরিতে চাকরি করছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।