আমাদের কথা খুঁজে নিন

   

আমদের দেশের বিভিন্ন অনুষ্ঠানে আমরা "ভুয়া ভুয়া" বলে শিল্পীদের ক্ষ্যাপাই, তাদের কাছে মাফ চেয়ে ফেসবুকের যে পেজগুলো আছে সেগুলো কই??

সাধারণ মানুষ

আমি নিজে ছিলাম এমন একটা ঘটনা বলে লেখা শুরু করি। ২০০৬ বা কাছাকাছি কোন একটা সময়। কুমার বিশ্বজিৎ ঢাকার একটা বিশ্ববিদ্যালয়ে গান গাইতে এসেছেন। গান ভালই হচ্ছিল। তারপরও কয়েকজন খালিখালি 'ভুয়া ভুয়া' আওয়াজ করছিল।

তাদেরই বা কি দোষ, এটাই কালচার ছিল যতই ভাল হোক, ভুয়া ভুয়া আওয়াজ করাটা একটা রীতিই ছিল। যাইহোক, কুমার সাহেব কম যান না, তিনি বললেন আচ্ছা, আমি ভুয়া মানলাম, তাইলে যে আসল সে স্টেজে আসেন। আমি ২০ বছরেরও বেশি সময় ধরে গান করি। যে আসল সে আসেন, আমি তারে গুরু মানবো। এক ছেলে স্টেজে গেল এবং কুমার বিশ্বজিৎ ঐ ছেলের পা ছুয়ে সালাম করার জন্য ঝুঁকলেন।

ঐ ছেলে অবশ্য খারাপ মানুষ ছিল না, সে বিশ্বজিতকে ধরে বলল, আমি আপনার ভক্ত, আপনি গান করেন, আমি আর বিরক্ত করব না। এত কথা বলার কারণ হল আসলেই আমরা অনেক সময় লাইভ পার্ফর্মেন্সে শিল্পীদের সাথে খারাপ ব্যাবহার করে ফেলি, দুয়োধ্বনি দেই। লাইভ শো তে এসব ঘটনা কম বেশি ঘটেই। লোকগীতি বা পল্লীগীতি গাইলে দর্শক অনেক সময় বিরক্ত হয়ে এই কাজটা করেন। আমরা হ্য়ত তাদের পারফর্মেন্সটাই দেখি, তাদের মানুষ হিসেবে ভাবি না।

আমরা ভাবি না হয়ত আমার কথাতে বেচারা দুঃখও পেতে পারে। সেসব দেশি শিল্পীদের কাছে আমাদের মাফ চাওয়ার সময় হয় না, সময় হবে কি করে আমরা ভাবিও না সে কথা। আমরা ভাবি না আমার ইউনিভার্সিটিতে এসে এই শিল্পী যে ব্যাবহার পেল, তাতে সে আমাদের ইউনিভার্সিটি সম্পর্কে কি ভাবল। আমরা তাকে 'সরি' বলে ফেসবুকে কোন পেজও খুলি না। আমরা ক্রিকেট খেলার সময়ও বিদেশি খেলোয়ারদের কম গাল-মন্দ করি না।

তখন কোথায় থাকে আমদের এই 'ভাবমূর্তি'? এক ব্লগারের দেয়া লিংক দেখে ফেসবুকের Apologies on behalf of BD to SRK and crew... পেজটা দেখলাম। সেখানে আশা করা হয়েছে, ভবিষ্যতে শাহরুখ খান হয়ত এই পেজটা দেখে বাংলাদেশিদের মাফ (!) করে দেবেন। বুঝলাম শাহরুখ বিশাল স্টার, তাই বলে তার সামনে সবকিছু বিকিয়ে দিতে হবে? "শাহরুখ বাংলাদেশের সিডর আক্রান্তদের পুনর্বাসনের জন্য চ্যারিটি করতে আসেন নাই, কোন কালচারাল এক্সচেঞ্জে ফ্রিতেও আসেন নাই; শো করে আয় করতেই এসেছিলেন। তাই তিনি আমার চোখে যতটা অতিথি তার চেয়ে বেশি ব্যাবসায়ী। " শাহরুখের কাছে মাফ চাওয়ার জন্য পেজ হয়, তো আমাদের দেশি শিল্পীরা কি দোষ করল? আমরা তো তাদের কাছে কখনও মাফটাফ চেয়ে ফেসবুকে পেজ খুলি না? এক জনের দেয়া লিংকে ফেসবুকে শাহরুখের (ঐ লোককে এই লেখাতে আনার ইচ্ছা একদম ছিল না) শো এর অংশবিশেষ দেখলাম।

যেখানে গাজি ইলিয়াস সাহেবের অংশটুকু ছিল। আমার ব্যক্তিগত মতামত হল, (অনেকের কাছে ভাল নাও লাগতে পারে) ১. গাজী সাহেব হয়ত একটু অন্যরকম (একসেন্ট্রিক), সবাই স্টেজে উঠলে ভাল বোধ করেন না, অনেকেরই স্টেজে গেলে গলা শুকিয়ে যায়। একারণে সবাই পাবলিক স্পিকার হতে পারে না। এটা কোন দোষ না। আর সবাই স্মার্ট হবেন তাও তো না, এই যে যেই লোক নিজেকে স্মার্ট মনে করি হয়ত দেখবেন কোন পরিস্থিতিতে হয়ত ভ্যাবাচ্যাকা খেয়ে বসে আছে।

২. স্টেজে উঠে পানি খেতে চাওয়াটা খুব দোষের কিছু বলে মনে হয় নি আমার কাছে। শাহরুখের হাতে পানি ছিল, সেই পানিটা চেয়ে খাওয়াকে কেউ কেউ অপরাধ (!) বলে গণ্য করছেন। কিন্তু কেন? ঐ পানিটা দিয়ে শাহরুখের নিজের জন্য আরেকটা বোতল চেয়ে নিলেই কি হত না? ৩. বাংলাদেশের অনেক মানুষের হিন্দিতে পারদর্শিতা আছে, কিন্তু সবার না। সেটা দোষের কিছু না। শাহরুখ বাংলা না জানতে পারেন।

অনেকে হিন্দি বোঝেন কিন্তু বলতে পারেন না। হিন্দি না জানায় বাংলাদেশের অনেক মানুষ যে ইলিয়াস সাহেবের উপর ক্ষ্যাপা হয়ে আছেন সেটা কি ঠিক? ৪. শাহরুখের পরামর্শ মত মাইক্রোফোন না ধরায় শাহরুখ খান যেভাবে অংগভঙ্গী করলেন তা ভাল লাগে নাই , একদমই। ধুর, পোস্ট বিরাট হয়ে যাচ্ছে। অল্প কথায় শেষ করি: "আমার মনে হয় নাই গাজী সাহেব এমন কিছু করেছেন যার জন্য বাংলাদেশের পক্ষ থেকে মাফ চাইতে হবে। (অনেকই শুরু করেছেন)।

আমার কাছে বরং মনে হয়েছে শাহরুখের হাতের বোতল থেকে পানি খাওয়ার পর থেকেই সে চটেছিল। (শাহরুখ খান বলছিলেন যে তোমার আর কিছু লাগবে কিনা, হাত পা টিপে দেব কিনা, ব্যাঙ্গত্বক ভাবে) "শাহরুখ খানের ব্যাবহার উদ্ধত মনে হয়েছে। " শাহরুখ খান বিনয়ী লোক বলে আমি শুনেছি বা কোথায় পড়েছি বলে মনে পড়ে না। (স্টার আর বিনয়- এ দুয়ের সম্মিলন খুব কমই হয়) একজন মানুষ হিসেব আরেকজন মানুষের থেকে যে ব্যাবহার পাওয়ার কথা, গাজী সাহেবই বরং সেটা পান নাই। আমি শাহরুখ খানের কাছে মাফ চাই না।

আমরা অতিথিপরায়ন, কিন্তু অতিথিকেও গৃহস্থের সাথে সভ্য ব্যাবহার করতে হবে। আমরা পরিচিত-অপরিচিত অনেকের সাথে, বন্ধু-বান্ধব, বাবা-মা, আত্মীয়, রিক্সাওয়ালা, বাস কন্ডাকটর, ফেরিওয়ালা, ভিক্ষুকের সাথে দুর্ব্যাবহার করে ফেলেছি। ঐ গুলোর মাফ আগে আমাদের চাওয়া উচিত। শাহরুখের সিরিয়াল অনেক পরে (যদি ও কেবল যদি মনে হয় মাফ চাওয়ার মত কিছু আসলেই ছিল। ) সবাই ভাল থাকবেন, শুভেচ্ছা।

[পুনশ্চ: বাংলাদেশের কোন স্টার গিয়ে ভারতে কারো সাথে এরকম আচরণ করলে তার কুশপুত্তলিকা অবশ্যই পোড়ানো হবে, সন্দেহ খুব কমই আছে। ] ব্লগের আরেকটা পোস্টে একটা চমৎকার মন্তব্য দেখলাম: ***** খান বলেছেন: আমি sr এর দারুন ভক্ত । কিন্তু বিনম্র চিত্তে আপনার কথা মেনে নিচ্ছি। কারন আমিযে বাংলার সন্তান। হিন্দি বা ইংলিশ আমার ভাষা নয়।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.