আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে আরো সততার সাথে দুর্নীতি করবেন?

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

দুর্নীতিতে অভিযুক্তরা জেলখানায় যেভাবে রাজকীয় জীবন যাপন করে তার ছো্ট্ট একটা উদাহারণ ইয়াবা সম্রাট। প্রাক্তন প্রধানমন্ত্রীদ্বয় তো বিশাল সরকারী বাসভবনে বসবাসের সৌভাগ্য অর্জন করেছেন। এছাড়া কয়েক শ মন্ত্রী, আমলা মোটামুটি সচিবালয় বানিয়ে ফেলেছেন কারাগার, হাসপাতাল। প্রচুর প্রাক্তন ও বর্তমান ভিআইপিরা তাদের সাথে দেখা করছেন, খোশগল্প করছেন। যারা ভেবেছেন এই শাস্তি তাদের জন্য শিক্ষণীয় তারা স্রেফ ভুলের স্বর্গে বসবাস করছেন।

বর্তমান সরকার থেকে যা শিক্ষণীয় তা হলো, আরো সততার সাথে আপনি কিভাবে দুর্নীতি করবেন! কোন পদ্ধতিতে চুরি/ঘুসের টাকা দুদকের দৃষ্টি মুক্ত রাখা সম্ভব। মোটকথা এটা একটা ট্রেনিং সেশন হয়ে গেল, হাতে কলমে শিখিয়ে দিয়েছে - কোথায় ছিল গলদ! এরপর আর দুর্নীতিই দেখবেন না। অথবা দেখবেন কিন্তু ধরতে পারবেন না। বালিশের মধ্যে টাকা লুকিয়ে রাখার মত ভুল আর কোন সরকারী কর্মকর্তা করবেন কি? নিজের নামে ব্যাংকে আয় বহির্ভূত অর্থ রাখার সাহস কেউ করবে না। এখন যেমন কৌশলী দুর্নীতিবাজদের সালা, মামা এমনকি পাড়াত ভাইয়ের কদর বেড়েছে, ভবিষ্যতে হয়তো এমন অর্থ হালাল করার জন্য সরকারী পর্যায়ে কালোটাকা সাদাকরণ একটা বোর্ডও গঠিত হবে।

বর্তমান সরকারের দুর্নীতি হালালিকরণের শিক্ষা নিঃসন্দেহে আমাদের রাজনীতিবিদদের ভবিষ্যত আরো উজ্জ্বল করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.