আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ নৌবাহিনীর মিসাইল পরীক্ষা

বাউন্ডুলে মনের আবর্জনা
বাংলাদেশ নৌবাহিনী গতকাল চায়নিজ় প্রযুক্তিতে তৈরী C-802 মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। চীনের Yangji-82 এর এক্সপোর্ট মডেল C-802 এর সফল পরীক্ষা গতকাল চালানো হয় বঙ্গোপসাগরে। একদল চায়নীজ বিশেষজ্ঞের কারিগরী সহায়তায় এ পরীক্ষা চালানো হয়। C-802 একটি শর্ট রেঞ্জ গাইডেড মিসাইল যার রেঞ্জ ২০০ কিঃমিঃ পর্যন্ত হতে পারে। এটি শর্ট রেঞ্জ মিসাইলের মধ্যে বিশ্বের অন্যতম সেরা মিসাইল যার একমাত্র প্রতিধন্ধী হচ্ছে যুক্তরাষ্ট্রের 'হারপুন' মিসাইল। নৌবাহিনীর বি এন এস ওসমান বর্তমানে C-802A ব্যবহার করছে। এই মিসাইল 'টারবোজেট' ইঞ্জিনের সাহায্যে টার্গেটে আঘাত হানে। নিচু আক্রমণ গতিপথ, এন্টি-জ্যামিং ক্ষমতা সমৃদ্ধ এই মিসাইল টার্গেটে ৯৮% সময় সফলভাবে আঘাত করে।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.