১ম এ চেষ্টা করুন রিনাউন ব্র্যান্ড কিনতে যেমন:
১. নকিয়া [ সবচেয়ে বেশি সুবিধা]
২. স্যামসাং
৩. সনি এরিকসন
৪. মটোরোলা
৫. প্যানাসনিক
৬. এলকাটেল
৭. এল জি
৮. এইচ পি
৯. ফিলিপস
১০. এইচ টি সি
১১. ব্লাক বেরি
১২. আই ফোন
নন রিনাউন ব্র্যান্ড যেমন:
১. ম্যাক্সিমাস
২. আই মোবাইল
৩. বেন কিউ
৪. বার্ড
৫. হাউএই ইত্যাদি।
বাছাই
সবার সব চাহিদা থাকেনা, তাই আপনার চাহিদা বুঝে ফোন বাছাই করুন।
ভাল ক্যামেরা/ছবি, চমৎকার গান/রেডিও আর ফোন হলে যান সনি এরিকসন, স্যামসাং, মটোরোলা
ভাল ইনটারনেট, ডাটা স্টোরেজ, চলনসই ছবি, গান ও ফোন হলে যান নকিয়া, মটোরোলা,
শুধু ফোন চাইলে যে কোন একটা চুজ করতে পারেন।
মজবুত/স্থায়ি ফোন চাইলে যান নকিয়া, মটোরোলা, এলকাটেল, ফিলিপস, স্যামসাং
পার্টস ও রিপেয়ারের নিশ্চয়তা চাইলে যান নকিয়া
পার্টস ও রিপেয়ারের নিশ্চয়তা চাইলে যান নকিয়া
(সংযোজন ২, ০৫-০৫-০৮)
সৌখিন ফোন: ফোল্ডিং বা স্লাইডিং ফোন গুলো বাছাইর ক্ষেত্রে সতর্ক হোন। কারন স্লিম আর স্লাইড এর জন্য অনেকের ফোন ব্যবহারের সময় চাপ লাগার টেনশন কাজ করে বা অতি সতর্কতার জন্য পারতপক্ষে ফোন ব্যবহার করেন না।
যে সেটটি পছন্দ করছেন তার ব্যবহার সম্পর্কে জানতে ইউজারদের কমেন্টস রেকর্ড দেখতে পারেন। যেমন: জিএসএমএরেনা, মোবাইল৮৮ ইত্যাদি। নেটে সার্চ দিলে অসংখ্য এধরনের সাইট পাবেন। ফোল্ডিঙ বা ফ্লিপ ফোন স্লাইডিঙ অপেক্ষা ভাল।
ক্যান্ডিবার: সিঙ্গেল পার্ট ফোন সবদিক বিচারে এই ফোনগুলোই সবচেয়ে ভাল ও সবসময় ব্যবহার উপযুক্ত।
কিপ্যাড: কিপ্যাড একটি গুরুত্বপূর্ন বিষয়। পিডিএ বা এক্সটেনসিভ কি ইউজার যদি হন তবে চেষ্টা করুন হার্ড প্লাস্টিকের বড় কি বিশিষ্ট সেট যেমন নকিয়া ৩১১০সি, মটো সি ২৬১, আর কি তা না হলে ছোট কি প্যাড (নকিয়া ৬৩০০) বিশিষ্ট সেট ইউজ করতে পারেন। সফট প্লাস্টিকের কিপ্যাড (নকিয়া ১১১০) ব্যবহার না করাই ভাল, এতে কি প্যাড এর লেখা উঠে যায়।
(সংযোজন ৩, ০৬-০৫-০৮)
জয় স্টিক/নেভেগেশন: অনেক ফোনে জয় স্টিক থাকে নেভিগেশনের জন্য, সনি এরিকসনের (কে ৭৫০) জয় স্টিক আমি বাজে পেয়েছি, আবার নকিয়া ৬০২০ এর জয় স্টিক বেশ ভাল, তবে জয় স্টিক বিষয়ে সতর্ক থাকা উচিত, এস ই এর ফোন এমনিতেই সেনসিটিভ। বেটার হল ৪/৫ ওয়ে নেভিগেশন কি।
আফটার সেলস সার্ভিস: নকিয়া পৃথিবীর সবচেয়ে বেশী বিক্রিত ফোন, তাই এর পার্টস ও একসেসরিজ সহজলভ্য। তাই নকিয়াকে সবচেয়ে ভাল চয়েজ বলছি। এছাড়া বাকি প্রায় সব ব্র্যান্ডের ই পার্টস ও একসেসরিজ দুর্লভ, সবচেয়ে দুর্লভ পার্টস ও একসেসরিজ হল ফিলিপস, প্যানাসনিক, এনইসি, টোশিবা, ও২, এইচটিসি, আইফোন, শার্প .. মানে কম বা অপ্রচলিত সেট গুলোর। তবে এই সেট গুলোর সহজে পার্টস ও একসেসরিজ এর প্রয়োজন হয় না।
ডিসপ্লে: বর্তমানে কালারের যুগে ডিসপ্লে একটা বড় ফ্যাক্টর, বড় স্ক্রিন অবশ্যই সবার পছন্দ, তবে স্ক্রিন এর কালার সিসটেম জরুরি, বেস্ট হল টিএফটি এবং যত বেশী রেজুলেশন হয় তত ভাল।
সিএসটিএন সবচেয়ে বাজে কালার সিসটেম, টিএফডি, ইউএফবি, ওএলইডি নেক্সট চয়েজ। ডিসপ্লের বিষয়ে আর ১টি জিনিষ লক্ষনীয় যে ডিসপ্লে যেন প্রটেকটিভ থাকে মানে এর উপরের পার্টটি যেন ভাল মানের হয়।
বিদ্র: কতৃ: প্যান্ট খুলে নিয়ে যাওয়ায় ১ম পাতায় একসেস ছিলনা তাই রিপোস্ট করা হইল, এটিকে মোবিলিসিস গ্রুপে সবসময় পাওয়া যাবে। -থ্যাঙকস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।