আমিতো পরিধিরেখায় দাড়ানো সেই সারাক্ষণ বালক
যথেষ্ট দূরত্বের দীর্ঘশ্বাস রেখে চলে যায় কবিতা
অথচ কাগজকলমের খসখসে শব্দপাপের আমি রাতজাগা দর্শক
বিপক্ষ গ্যালারিতে অনড় দাঁড়াইনি আমি কবিতার পক্ষে ?
যথেষ্ট দূরত্বের দীর্ঘশ্বাস রেখে চলে যায় রক্তগোলাপ
অনতিক্রম্য কাঁটায় আমি তখনো বিদ্ধ
পাপড়ি গন্তব্যে আমি নই রণাঙ্গন পেরুনোর লাল যুদ্ধশিশু ?
যথেষ্ট দূরত্বের দীর্ঘশ্বাস রেখে চলে যায় মানুষ
তার জলরঙ চোখে আমি শনাক্ত করিনি ভালোবাসা ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।