আমাদের সমাজে কুপরিচিত একটা নাম "তসলিমা নাসরিন"।
তসলিমা নাসরীনকে আমরা দিনে লক্ষ বার গালি দেই। বিভিন্ন গা-শিউরানো গালি... কেননা সে কাফির গোত্রের (!) ইসলাম ধর্মকে ছোট করেছে সে ...
ইদানীং পত্রিকায় পড়ছি উনি অসুস্থ। ভীষণ। কলকাতা থেকেও তাকে তাড়িয়ে দেয়া হবে...
কুকুরের মতোই কাটবে তার বাকি জীবনটা। যে-দেশের মাটিতে সে বড় হয়েছে সেই দেশের মাটিতে চিরতরে হারিয়ে যাবার সুযোগ তার হবে না...
কি মজা তাই না ?
আরিফুর রহমান নামের একজন ব্লগার এই সাম ইন সাইটে আছে। সে একজন নাস্তিক। তবে অন্য নাস্তিকদের তুলনায় তার জ্ঞান কম এবং সে অনেকটা "যুক্তিহীন ছাগলের" মতো !
ইসলাম ধর্ম সম্পর্কে তার জ্ঞানও বেশ কম। মহানবী (স) যে পুরো আরব রাষ্ট্র শাসন করতেন, তিনি যে অবর্ণনীয় কষ্ট ভোগ করেছেন- কিছুই তার জানা নেই... জানা থাকলেও বিশ্বাস করার ইচ্ছা নেই !
সম্প্রতি তিনি একটি পোস্ট করেছেন :
Click This Link
পোস্টটা পড়লে প্রথমে আপনাদের খারাপ লাগবে, তার প্রশ্নের উত্তরগুলো দিতে গিয়েই ধরা খাবেন ! একের পর-এক অর্থহীন যুক্তি চার-পাঁচ বছরের শিশুর মতো দাঁড় করাবে সে ! যদি কেউ বলতেই থাকে তাহলে তাকে অভিযুক্ত করে "ব্লক" করে দেয় সে !
তার কথার না আছে কোনো আগা না আছে মাথা !
ইসলাম ধর্ম সম্পর্কে আরিফুর যে ধারণা পোষণ করছেন সেটা যে কি পরিমাণ নোংরা সেটা ঐ পোস্ট এবং আমার লিখা তৎসংশ্লিষ্ট পোস্ট না পড়লে বুঝবেন না !
তসলিমা নাসরীন মেয়েমানুষ ছিলেন... তাকে হুজুররা পাথর মেরেছেন...
দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন...!!!
আর এই আরিফুর রহমানদের শাস্তি কি ? এরা দেশের ভেতরে থেকে সদর্পে ইসলাম ধর্ম তথা "সমগ্র ধর্ম" -এর বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে !
কি সুন্দর আমাদের মানবিক বিচার !
এই মুসলমান আমরা !
ব্লগার "শাওন" এর দৃষ্টি আকর্ষণ করছি... শাওন তুমি তো তসলিমাকে খুব খারাপ একটা মানুষ ভাবো তার চেয়েও উঁচু স্তরের ধর্মদ্রোহী এই ব্লগে আছে- "আরিফুর রহমান এবং তার গুটিকয়েক সঙ্গী"
আমি সামইন এর মডারেটর এর দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে "আিরফুর রহমান" কে ব্যান করা হোক... তিনি আমাদের ধর্মীয় অনুভূতিতে যে আঘাত দিয়েছেন... তার জন্য তাকে অবশ্যই ক্ষমাপ্রার্থী হতে হবে..
একজন মুসলমান সর্বোপরি একজন শান্তিপ্রিয় ব্লগার হিসেবে আমার এটাই চাওয়া ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।