আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতি অকৃপণ, নয় মানুষ

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

বৃক্ষের নিকট চেয়েছিলাম সবুজ জামা তার দিয়েছে বৃক্ষেরা হৃদয় উজাড় করে প্রকৃতির রং কারো কাছেই গচ্ছিত নয় তার সবুজ শ্যামল। নদীর নিকট চেয়েছিলাম আঁজলা ভরা জল দিয়েছে নদীরা পাঁজর উজাড় করে ঝলমলে ঢেউ কারো কাছেই গচ্ছিত নয় তার শরীর সাগর। তোমার কাছেই চেয়েছিলাম একটু ছোঁয়া প্রেম দাওনি কখনো তুমি সুখের পরশ ভালোলাগা ক্ষণ বলেছো অন্যের কাছে সমর্পিত তোমার সমস্ত মন। আসলে প্রকৃতি অকৃপণ তার সপ্রেমে ভালোবাসায় শুধু অকৃপণ নয় মনুষ্য হৃদয় আর অচ্ছুত শরীর ক্ষয়ে ক্ষয়ে যাবে যা অবেলায়, অবহেলায় একদিন! ৩০.০৪.২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।