আমাদের কথা খুঁজে নিন

   

শুক্রবারের কবিতা



আমার বাড়ি এদেশের শেষ সীমান্ত ঘেষা একটি গ্রাম বৈদ্যুতিক আলো সেখানে পৌছেনি আজও এখন সেখানে সারি সারি চা বাগান ভূমি উম্মোচিত করলেই সেখানে পাথর বেরিয়ে আসে হাজারো হাজারো মানুষ সেখানে পাথরের নানা মুখি জিবীকাশ্রিত সেখানে পাথর তোলার নানা যন্ত্রপাতি উটের দলের মতো যেদিন প্রবেশ করলো মানুষেরা বেশ অবাক চোখে তাকিয়েছিল যখন হাত পা আর পরিবারের সবার আশাহত অবস্থা তারপর একজন এলো, চলো মিছিল করি তার আবার চেয়ারম্যান হওয়ার ইচ্ছা বংশের নাম রাখতে হবেতো কোনমতে আন্দোলন হয়োছিল একটা এবার বাড়ি ফিরে যন্ত্রপাতি আর দেখিনি, যা দেখেছি তা হলো কৃষকেরা শ্রমিক পায়না, আকাশ সম মুল্য তাদের ভূল বুঝাবুঝি কৃষকেরাও মূল্য পায়না, টমেটো সেখানে ৩ টাকা কেজী আরও দেখলাম রাতের বেলা ঘুমের কষ্ট আশে পাশের গ্রামগুলোতে মাইক বাজিয়ে চলে জিকির আজকার গরু জবাই হয় রক্তের লাল নিশান উরে আকাশে বাতাশে দেখলাম অনেক বন্ধুবান্ধব যারা যাত্রা বসাতো প্রাইমারী হাইস্কুলের মাঠে ২১,১৬,২৬শে নাটক জমাতো হ্যাচেকের আলোয় তারা এখন ইয়া বড় জোব্বা, হাতে তসবি আপত্তি নেই তাতে ভয় সেখানে তারা ব্ল্যাকমেইল কিনা কয়েকজন হঠাৎ আমাকে পেয়ে বলে বসলো বেদাত বেড়েছে ভাই, এ এলাকার কোন ইমামের পেছনে নামাজ হয়না এই গ্রামটির এপারে ওপারে ভারত ৩ এর পেছনে শুন্য দিলে পরেই নেপাল নেপালে মাওবাদীরা এলো এখানে ঘুর্ণিঝড়ের তান্ডব নেই শেষ কবে বাড়ির আঙ্গিনায় পানি উঠেছিল বলতে পারেনা কেউ আর যা আছে সুন্দর আগামী শুক্রবার.....যদি শব্দ আসে ফিরে ফিরে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।