মেষ
[২১ মার্চ-২০ এপ্রিল]
শরীর নিয়ে অস্বস্তি থাকতে পারে। অশুভ পরিবর্তন হতে পারে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা। সন্তানের জন্য বিশেষ সুবিধা হবে না।
কাছের বন্ধুর সঙ্গে ভুল বোঝাবোঝির সম্ভাবনা।
আত্দীয়স্বজন ও সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে
বৃষ
[২১ এপ্রিল-২১ মে]
স্বপ্ন পূরন হওয়ার সম্ভাবনা। অপরেরদ্বারা প্রভাবিত হবেন না। পরিশ্রম করলেও সুনাম পাবে অন্য কেউ। ঘরে বাইরে প্রতিটি ব্যাপারে হয়রানির সম্মুখীন হতে পারেন। মনের চাঞ্চল্যতা বাড়বে।
অর্থপ্রাপ্তির সম্ভাবনা। পোশাকে সাদা রঙ প্রাধান্য দিন।
মিথুন
[২২ মে-২১ জুন]
সন্তানের জন্য গর্ববোধ করবেন। রাতে সুসংবাদ পেতে পারেন। বাম চোখ নিয়ে সমস্যার আশঙ্কা।
প্রয়োজনীয় কাজ রাতের আগে শেষ করুন, শরীর সমস্যা হতে পারে। অহেতুক ঝামেলায় গৃহস্থালি নির্মাণে বাধা ও ব্যয় বৃদ্ধি। দিনের শুরুতে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি।
কর্কট
[২২ জুন-২২ জুলাই]
গুরুত্বপূর্ণ কাজে দক্ষতার পরিচয় দিবেন। দূর থেকে কোনো ভালো কোনো সংবাদ পেতে পারেন।
লেনদেনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। রেলপথ ভ্রমণ এড়ানো দরকার। ক্ষমতা বুঝে বিনিয়োগে যাবেন। দিনের শেষে রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ
[২৩ জুলাই-২৩ আগস্ট]
আত্দীয়রা আপনার প্রতি বিরূপ থাকবে।
নতুন কেনো পদক্ষেপ নিতে পারেন। দিনের শেষে সমস্যা সমাধানের ইঙ্গিত পেতে পারেন। ভাইবোনের পড়াশুনা নিয়ে উদ্বেগের কারণ নেই। প্রবাসী প্রিয়জনের আগমনের সংবাদ পেতে পারেন। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ শুভ নয়।
কন্যা
[২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর]
সাহিত্য জগতে সুনাম বৃদ্ধি পাবে। ভূমিসংক্রান্ত ক্ষেত্র থেকে উন্নতির ছোঁয়া। কোনো বিতর্কে যাবেন না অর্থদণ্ড হতে পারে। পারিপাশ্বর্িক লোকজনের সহযোগিতা পাবেন। পরকীয়া এড়িয়ে চলুন।
রোমান্স ও বিনোদন শুভ। মনের মানুষকে কাছে পেতে পারেন।
তুলা
[২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর]
সতর্ক না হলে শত্রুপক্ষ সক্রিয় হতে পারে। যানবাহনে ওঠানামার সময় তাড়াহুড়ো করা ঠিক হবে না। পিতার স্বাস্থ্যের উন্নতি।
গুরুত্বপূর্ণ কাজে সফলতা আসবে। ভাগ্যের সহায়তায় অপবাদ থেকে রক্ষা পেয়ে যাবেন। শুভ সংখ্যা ৯।
বৃশ্চিক
[২৪ অক্টোবর-২২ নভেম্বর]
পরিচিতজনদের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ উপভোগ করবেন। প্রতিপক্ষ সক্রিয় হয়ে আঘাত করতে পারে।
দুশ্চিন্তা থাকলেও সমস্যা কমতে থাকবে। ক্ষতির কারণ নেই। অপ্রত্যাশিত শুভ পরিবর্তন। অর্থপ্রাপ্তি। দিনের শুরুতে অর্থব্যয়।
শুভ সংখ্যা ৩।
ধনু
[২৩ নভেম্বর-২১ ডিসেম্বর]
আজকের দিনটি আপনি অলসভাবে পার করে দিতে পারেন। সন্তান নিয়ে অস্থিরতা থাকবেই। অলসতা না করে প্রয়োজনীয় কাজগুলি শেষ করে ফেলুন। দিনের শেষে রোমান্স ও বিনোদন শুভ।
নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিন। সহকর্মীকে দিয়ে গোপন কাজ করাবেন না
মকর
[২২ ডিসেম্বর-২০ জানুয়ারি]
রক্তচাপের অস্বাভাবিক হ্রাস-বৃদ্ধিতে নানা ধরনের শারীরিক সমস্যা। নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিন। বিদেশ যাত্রা শুভ নয়। পোশাক পরিধানে লাল রঙ প্রাধান্য দিন।
বিনোদন শুভ। উত্তেজনা পরিহার করুন। শুভ সংখ্যা ৯।
কুম্ভ
[২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ শুভ।
অনুকুল পরিবেশ থাকায় অসমাপ্ত কাজগুলো আজ সমাপ্ত হবে। দিনের শেষে বাড়িতে মেহমান আসতে পারে। বিদেশ যাত্রা শুভ। অর্থব্যয়। শুভ সংখ্যা ৫।
মীন
[১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ভুল তথ্য জেনে বিপত্তির সম্মুখীন। কোনো বয়স্ক ব্যক্তির হস্তক্ষেপে বিপন্মুক্ত হতে পারেন। ব্যয় বাড়তে পারে। দূরের কোনো দায়িত্ব নিয়ে হিমশিম খাবেন। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ও পারিবারিক শান্তি বৃদ্ধি।
কিন্তু রোমান্স ও বিনোদন শুভ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।