আমাদের কথা খুঁজে নিন

   

মূত্রনালীর সমস্যা ইউটিআই

আমার পোস্ট গুলো পড়ার অনুরোধ রইলো মূত্রনালীর একটি অত্যন্ত বিব্রতকর সমস্যা ইউটিআই বা ইউরিনারী ট্রাক ইনফেকশন। সাধারণত পুরুষের চেয়ে মহিলাদের এ ধরনের ইনফেকশন বেশি হয়। এছাড়া যারা দৈনিক কম পরিমাণে পানি পান করেন এবং প্রস্রাব নির্গমণের পর যথেষ্ট হাইজিন মেনটেইন করেন না তাদের মূত্রনালীর সংক্রমণ বেশি হবার ঝুঁকি থাকে। অনেক পুরুষ ও মহিলাদের এই সমস্যাটি বার বার হতে পারে। এমনকি শিশুদেরও এ ধরনের সমস্যা হতে পারে।

সাধারণত মূত্রনালীর ইনফেকশন হলে ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবে জ্বালা-যন্ত্রণা, জ্বর, বমি বমি ভাবসহ বিভিন্ন ধরনের উপসর্গ থাকে। মূত্রনালীর ইনফেকশনের ক্ষেত্রে চিকিত্সা ও করণীয় সম্পর্কে অভিমত দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মুহাম্মদ হোসেন। তার মতে বিভিন্ন কারণে মূত্রনালীর ইনফেকশন হতে পারে এবং এই ইনফেকশনের ধরনও বিভিন্ন রকম। তিনি জানান, ইউটিআই হলে রোগীর ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাব করার সময় ব্যথা হতে পারে এবং ক্ষেত্রবিশেষ জ্বর থাকে। সাধারণত ইউটিআই-এর রোগীদের বয়স অনুযায়ী উপযুক্ত এন্টিবায়োটিক বা জীবাণুনাশক দেয়ার প্রয়োজন হয়।

বড়দের বেশির ভাগ ক্ষেত্রে সিপ্রোফ্রক্সাসিন জাতীয় ওষুধ দিনে ২ বার ৭ থেকে ১০ দিন পর্যন্ত দেয়া হয়। পাশাপাশি এন্টিবায়োটিক শুরুর আগে রোগীর প্রস্রাবের রুটিন ও কালচার টেস্ট করতে দেয়া হয়। রিপোর্টে বিরূপ কিছু না থাকলে পূর্বের এন্টিবায়োটিক চালিয়ে যেতে বলা হয়। অথবা এন্টিবায়োটিক পরিবর্তন করে দেয়া হয়। পাশাপাশি ঘন ঘন প্রস্রাব হলে এক ধরনের ওষুধ দেয়া হয়।

তবে বার বার ইউটিআই হবার প্রবণতা থাকলে অবশ্যই কোন বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ নিতে হবে। কারণ কিডনি, ব্লাডারের সমস্যাসহ অন্যান্য কারণেও মূত্রনালীর সংক্রমণ হতে পারে। লেখক:ডা. মোড়ল নজরুল ইসলাম খবরের সূত্র এই লিংকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.