সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই
আমার লেখাটি ব্রগের কোথাও না পেয়ে আবার পোষ্ট করলাম
অন্তঃসত্বা রুমি। একটু করুনা পাবার আশায় একজন কসাইনীকে sister বলে সম্ভোধন করেছিলেন। আর এতে ঐ অন্তঃসত্বা যে করুনা পেয়েছিলেন, হয়তো sister শব্দটি পুনঃবার উচ্চারন করতে তার কণ্ঠ কাপবে।
এটি সিলেট এম; এ, জি ওসমানী মেডিকেল এর কথা। মাজার জিয়ারতে এসেছিলেন রুমি।
সিলেট আসার ২ দিনের মাথায় অসুস্থ হলে স্বামী আবদুল্লাহ ভেঙ্গে পড়েন। অনেক বিড়ম্বনার পেরিয়ে স্ত্রীকে ওসমানী মেডিকেল এ ভর্তি করার পর তিনি যেন নিশ্চিন্ত হয়েছিলে। হয়ত ভাবছিলেন মেডিকেলের বড় বড় ডাক্তাররা স্ত্রীর অপারেশন করবে, ফুটফুটে একটি সন্তান হবে।
স্ত্রীর জন্য ঔষধ আর অনাগত সন্তানের জন্য কিছু শপিং করে ফিরে এসে দেখেন তার স্ত্রী বেডের নিচে কাতরাচ্ছে। জানতে পারেন ইন্টারনী ডাক্তার আলো তাকে লাথি মেরে ফেলে দিয়েছে।
তুলতে যাবেন, তখন তার সামনে ডাক্তার আলো তার সাথের আরো কতটা খশাইকে নিয়ে এসে ঐ অন্তঃসত্বাকে হাসপাতালের লেবার ওয়ার্ডের বাথরুমে নিয়ে আরেক দফা পিটায়।
রুমির দোষ হলো ইন্টারনী ডাক্তারনী আলো কে sister বলে সম্বোদন করা। কত বড় অপরাধ ডাক্তার কে বলে sister!
খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা এসে ছবি ওঠাতে গেলে ইন্টারনী ডাক্তাররা সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নিয়ে যায় এবং চারজন সাংবাদিকে আটকে রাখে।
আসলে ওদের ব্যবহার এরকম হবেই, কেননা ওরা তো মানুষ নয়; ওরা ডাক্তার!!ওরা কসাই !!!
অবশেষে রুমি সরকার(২৫) যিনি একটি সন্তানের আশায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাকে ফিরে যেতে হয়েছে এক বুক গ্লানি আর হতাশা নিয়ে এক অনিশ্চিত গন্তব্যে।
গত দিনের রেটিং এবং মন্তব্য গুলো পড়তে পারেন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১১ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:১২
ময়ুরবাহন বলেছেন: অন্যায়।
ভীষন অন্যায়। আসলে ডাক্তারদের ইগোতে লেগেছে।
১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৪৫
লেখক বলেছেন: এতে করে ওদের যদি আছরনের একটু পরিবর্তন হয়, তা হলে সমাজের কিছুটা হলেও উপকার হবে। আপনাকে ধন্যবাদ।
২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৫৮
রাহা বলেছেন: আলোর জন্য ঘৃণা ।
২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৫৯
শফিউল আলম চৌধূরী বলেছেন: দেশ কোন দিকে যাচ্ছে?
লেখক বলেছেন: আর যেদিকেই হোক না কেন, মানবতার দিকে নয়।
২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০০
একাকী বালক বলেছেন: খুব খারাপ। আমি সব জায়গায়ই দেখছি ইন্টারনীদের ভাবের শেষ নাই। নতুন নতুন *াল গজাইলে যা হয আরকি
২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ২:১৮
লেখক বলেছেন: কম পানির মাছ বেশী পানিতে পড়লে যে অবস্থা, আর কি।
২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০১
এস্কিমো বলেছেন: ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করুন।
লেখক বলেছেন: কোথায় করবো বলুন...সাংবাদিকরাই যেখানে অসহায়!
২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০২
খারাপ লোক মাগার হাচা কতা কই বলেছেন: ওর মায়রে বাপ। খাইছি ঐ ....
কয়দিন পরে সিলেট যামু আর আমার কাজিন ঐ মেডিকেলে পড়ে। ঐ কসাইরে দেইখা থুতু ফালায়া আসমু..............
লেখক বলেছেন: আপনার কাজিনকে বুজাবেন ও যেন ডাক্তার হয়ে অমানুষ না হয়।
২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০৩
রাতমজুর বলেছেন:
৮ বছর আগে কাছাকাছি চিত্র দেখেছিলাম খুলনা মেডিকেলে, ইনটার্নকে আপু বলাতে ক্ষেপে যান তিনি। ফলাফল ছিলো আহতকে নিয়ে গরীব নেওয়াজ হসপিটালে নিয়ে যাওয়া, মাঝে ৪০ মিনিট বিনা চিকিৎসায় কাতর ছেলেটার কষ্ট পাওয়া।
লেখক বলেছেন: ওদেরকে (ডাক্তারদের) আসলে কি শিক্ষা দেওয়া হয়? একজন অশায় রোগী বা তার আত্নীয় কি ভাবে বুঝবে কে ডাক্তার, কে নার্স আর কেই বা খসাই?
২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: কি নৃশংস আচরণ !!
২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০৬
সামিউল জাহান বলেছেন:
ও ডাক্তার,তুমি কতশত পাশ করে
এসেছো বিলেত ঘুরে
মানুষের যন্ত্রণা ভোলাতে
তোমার এমবিবিএস না না এফআরসিএস
বোধহয় এ টু যেড ডিগ্রী ঝোলাতে
ডাক্তার মানে সে তো মানুষ নয়
আমাদের চোখে সে তো ভগবান
কসাই আর ডাক্তার একইতো নয়
কিন্তু দুটোই আজ প্রফেশান
কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে
তোমার আছে ক্লিনিক আর চেম্বার।
ডাক্তার চাইবেন রক্ত,রিপোর্ট
ক্লিনিকের সন্ধানও তিনিই দেবেন
একশত টাকা যদি ক্লিনিকের বিল হয়
অর্ধেক দালালি তিনিই নেবেন
রোগীরাতো রোগী নয় খদ্দের এখন
খদ্দের পাঠালেই কমিশান
ক্লিনিক আর ডাক্তার কি টুপি পড়াচ্ছে
বুঝছেনা গর্ধভ জনগন
কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে
ওদের আছে ক্লিনিক আর চেম্বার।
নিজেদের ডাক্তার বলো কেন
তার চেয়ে বলোনাকো ব্ল্যাকমেলার
রোগীর আত্মীয়দের ঘটি বাটি চাটি করে
করো সুযোগের সদ্ব্যব্যবহার
সরকারী হাসপাতালের পরিবেশ
আসলে তো তোমরাই করছ শেষ
হাসপাতাল না থাকলেই জনগন
নার্সিং হোমে যাবে অবশেষ
সেখানে জবাই হবে উপরি কামাই হবে
মানুষের সেবার কি দরকার!
বাচানোর ক্ষমতাতো তোমারই হাতে
তুমি যদি মারো তবে কোথা যাই
অসহায় মানুষের তুমিইতো সবকিছু
করজোড়ে নিবেদন করছি তাই
তোমার গৃহিণী যে গয়না পড়েন
দেখেছোকি তাতে কত রক্ত
তোমার ছেলের চোখে দেখেছোকি
কত ঘৃনা জমা অব্যক্ত
তোমারও অসুখ হবে তোমারই দেখানো পথে
যদি তোমাকেই দেখে কোন ডাক্তার। ।
২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ২:২৯
অমাবস্যা বলেছেন: ধিক্কার এমন মানুষ রুপি পশুদের যারা মানুষকে মানুষ বলে গন্য করেনা।
এরকম পশুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেয়া উচিৎ।
লেখক বলেছেন: ধন্যবাদ মন্ত্বব্যের জন্য। আমিও আপনার সাথে ১০০% একমত।
রাতমজুর বলেছেন:
সেবার মানসিকতা বা আদর্শ নিয়ে আজ আর কেউ ডাক্তার হয় না ভাই, ডাক্তার হলে পাবে অর্থ-প্রতিপত্তি আর প্রেষ্টিজ - এইটাই মূল কারন।
২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৪৯
লেখক বলেছেন: ওদের কাছে টাকার অপর নাম আব্বা।
২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৪৬
ভক্কডা বলেছেন: পরালেখা কইরা অই খানকির পোলায় আরো অমানুষ অইচে। কিচুই কওয়ার নাই, খুব দু্ঃখ পাইলাম
২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৪৯
নেমেসিস বলেছেন: মামলা করতে বলুন ।
লেখক বলেছেন: ভাই, ওরা তো ৩ দিন হাস্পাতাল জিম্মি করে রেখেছিলো। আবার মামলা?
২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৫৮
হ্যারি সেলডন বলেছেন: এসব ডাক্তাররা দেশের মানুষের টাকায় পড়ালেখা করে যদি এরকম ব্যভার করে তাহলে তাদের ডাক্তারীর মুল শিক্ষাটায় অসম্পূর্ণ রয়ে যায়।
২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:১০
এস্কিমো বলেছেন: যে কোন মানবাধিকার সংস্থার সাথে যোগাযোগ করুন।
সংবাদ সন্মেলন করে জনমত গড়ে তুলুন।
ওদের গালি দিয়ে লাভ নেই। একটা দৃষ্টান্ত তৈরী করুন।
লেখক বলেছেন: সাহস দেওয়ার জন্য ধন্যবাদ।
২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:১৭
ফারহান দাউদ বলেছেন: এইগুলা আসলেই মানুষ না।
২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৪০
নেমেসিস বলেছেন: আরে ব্রাদার এখন জলপাই আমল । এইটাইমে ডরান কেন ? দরকার হৈলে লোকাল যৌথবাহিনী অফিসে একটা অভিযোগ ও করবেন । প্লাস মিডিয়ারে সাথে রাখবেন । একটা দৃষ্টান্ত তৈরী করুন।
মামুন খান বলেছেন: ছিঃ আলো!!
এইজন্যই তো ডাক্তারী পড়া ছেড়ে এসে ইঞ্জিনিয়ারিং পড়লাম।
একবছর লসটা তাহলে সার্থক হল! ভাবছি ফার্স্ট প্রফের মার্কশীটটা ছিড়া ফেলব!
২৬ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:২৫
মিয়াভাই সিলটী বলেছেন: অমাবস্যা বলেছেন: ধিক্কার এমন মানুষ রুপি পশুদের যারা মানুষকে মানুষ বলে গন্য করেনা। এরকম পশুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেয়া উচিৎ।
নেমেসিস বলেছেন: আরে ব্রাদার এখন জলপাই আমল । এইটাইমে ডরান কেন ? দরকার হৈলে লোকাল যৌথবাহিনী অফিসে একটা অভিযোগ ও করবেন । প্লাস মিডিয়ারে সাথে রাখবেন ।
একটা দৃষ্টান্ত তৈরী করুন।
২৬ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:৩৪
বিবর্ণ বলেছেন: আমি কইলাম ডাক্তারের পোলা...হ্যা....
২৬ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:৫০
মাইনুল বলেছেন: এদেরকে ডাক্তার না বলে কসাই বলাটাই সমীচিন।
২৬ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:২৮
রোবোট বলেছেন: সিসটার না বলে আন্টি বলা দরকার ছিলো। সরমান করা দরকার।
২৬ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৩১
comment by: সব্যসাচী বলেছেন:
খুব খারাপ..........কিন্তু আমরা হচ্ছি বন্দি টাইপ..
২৬ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৩১
সব্যসাচী বলেছেন:
খুব খারাপ..........কিন্তু আমরা হচ্ছি বন্দি টাইপ....
২৬ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:২৭
কোবরেজ বলেছেন:
সিলেট বাসীর মিথ্যা কথা।
মাইনাস।
লেখক বলেছেন: আসলে বিশ্বাস না হবারই কথা। ০৭ ই এপ্রিল, ২০০৮ এর মানব জমিন অথবা সিলেটের যে কোনো লকাল পত্রিকা পড়ে দেখুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।