আমাদের কথা খুঁজে নিন

   

চেরী আপার বঙ্গ দর্শন

একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার

গতকাল বিকেলে হঠাৎ চেরী ফুলের সুগন্ধে ঘরটা ভরে গেল। মনটা ভাল হয়ে গিয়েছিল। মোবাইলে ফোন পেলাম বাবুলের (আমার বন্ধু এয়ারপোর্টে চাকুরী করে)। জানতে পারলাম চেরী আপা এসেছেন। আপু বলতে গেলে হঠাৎ করেই এসেছেন।

যেমন এসেছিলেন বিউটি আপা। ভয় লাগছে আবার কি হয়? এই ভাবে আপুদের না বলে বঙ্গ দর্শনে আসাটা তো ভালো না। এভাবে যতবার উনারা এসেছেন ততবারই চলে যাওয়ার পর কোন না কোন বিপদ হয়েছে। না জানি এবার কি হয়? তবে আপু এসে উঠেছেন সরাসরি শেরাটনে। আজ ওনার কিছু প্রোগ্রাম আছে।

দেখা যাক কি হয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।