আমাদের কথা খুঁজে নিন

   

Orange Sky

মানুষের মাঝে স্বর্গ নরক ........

পছন্দের রং আমার সাদা। সাদা রংয়ের ফুল থেকে ধরে সবকিছুর জন্যই আমার অন্য রকম একটা ভালো লাগা কাজ করে। এই ভালো লাগাটার সৃষ্টি কোথায় তা বলতে না পারলেও সাদাপ্রীতি আমার কখনোই যায় না। আগে যখন বান্ধবীদের সাথে মাকেট এ যেতাম, সবকিছুর মধ্যেই সাদা জামাটাই আমার পছন্দ হতো। তাই বোধ করি ওরা আমার পছন্দের কিছু খুব একটা কিনতো না। সেই আমার আজকাল কমলা রংটাকে এতো ভালো লাগছে কেনো? আজকে অফিসে আসবার সময় তিনটা ছেলেকে কমলা রংয়ের শাট পড়া দেখে তাকিয়ে ছিলাম অনেকক্ষণ। কমলা রংয়ের যা দেখি সব এতো ভালো লাগে কেনো? আজকাল কমলা রংয়ের কিছু দেখলেই আমার চোখ সেই জিনিসটাতে আটকে যায়। কবে থেকে যে কমলায় ছেয়ে গেলাম আমি টের ই পাইনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।