আল বিদা
অশ্লীল শব্দটা নিয়ে অনেক কথা হচ্ছে। এনিয়ে আমার কিছু কথা ছিল। কোনটা শ্লীল আর কোনটা অশ্লীল তা নিয়ে ভাবাটাই বোকামী মনে হয়।
একটা মেয়ের কাপড় পরা নিয়ে আমরা অশ্লীল বলে ফেলি। কিন্তু এই মেয়েই যদি হয় ইউরোপ আমেরিকার তাহলে অতটা অশ্লীল লাগে না।
ঐটা তাদের কালচার বলি।
আমাদের দেশে দুই ছেলে ঘাড়ে হাত দিয়ে হাটলে আমরা বন্ধুত্ব বলি। এইটাকে ইউরোপ আমেরিকায় অশ্লীল বলে।
আমাদের দেশে দুইজন ছেলেমেয়ে হাত ধরে হাটলে অনেকেই কটাক্ষ করে। আর বিদেশে ................. ।
অর্থাৎ দেখা যাচ্ছে অশ্লীলতা ব্যাপারটা সার্বজনীন না। দেশভেদে এর পরিবর্তন হয়।
বীচে একজন স্যুটেড লোককে কেমন দেখাবে? বীচে ভেজা কাপড়ের মেয়েকে দেখলে কি খারাপ কিছু মনে আসে? লুঙ্গি পড়ে এক কোনা তুলে এক লোক হাটছে এইটা দেখতে কেমন লাগে?
আর একজন ছেলে বা মেয়ের ড্রেস নিয়ে যদি আমার কোন আপত্তি থাকে তাহলে সেদিকে না তাকালেই হল। ঝামেলা চুকে গেল। দৃষ্টিকটু আর অশ্লীলতা এক না।
অশ্লীলতা নিয়ে এত ভাবার কিছু নাই। আপনার কাছে যা খারাপ লাগে সে ব্যাপারে আপনার ফ্যামিলি মেম্বারদের সামলে রাখুন। আরেকবাড়ির লোকজনের দিকে তাকিয়ে সমালোচনা না করাই ভাল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।