আমাদের কথা খুঁজে নিন

   

বিষম ব্যাপার



সময়ের কোন প্রান্ত থেকে তুমি হিসেব করিতে বল আমার বয়েস। প্রার্থনা করে করে জানলাম জীবনের শেষ নেই কোনো। মনে হয় কেউ বুঝি দোলায় সুতার প্রান্ত; চোখ বুঁজে হাসে আর মনে ভাবে ভীষণ এক একাকীত্ব তার। সময়ের প্রতিবিন্দু খুঁটে খুঁটে খায়। এ তার অমৃত আহার। অনু-পরমাণু সে এক শুধু লোকাচার। কিছু না কিছু তো তাকে ভাবতেই হয়; গভীর রাত্রে ছাদে যে সামান্য শব্দ গুঁড়ো হয় অথবা, অস্তিত্বের বিশ্লেষণ- এ এক বিষম ব্যাপার। সবাই কি একই রূপে বস্তু দেখে? প্রতিটি মনুষ্য চোখ একইরূপ আয়োজনে গঠিত কি-না এ তত্ত্ব কে বোঝাবে তারে? অথবা প্রতিটি শব্দ ঢেউ একই কম্পন তোলে কি-না প্রতিজোড়া মনুষ্য কূহরে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।