আমাদের কথা খুঁজে নিন

   

বিষম আক্ষেপ

মানবতাবাদীদের ভিড়ে নিজেকে অমানুষ বলেই মনে হয় .... যখন বেঈমান অট্টহাসি হাসে , আমি শক্তমুখে দাঁতে দাঁত চেপে রাখি ... দালাল বেঈমানদের জন্য কোন ক্ষমা নেই , নেই ক্ষমা নামক কোন শব্দ আমার অভিধানে ... কাঁদতে নয় আমি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এসেছি স্বজাতির রক্তের দাম পাই পাই করে বুঝে নিতে , এসেছি নির্যাতিত মা-বোনের সম্ভ্রমের ও চোখের পানির মুল্য বুঝে নিতে ... এসেছি দালালের চিহ্ন এই মাটি থেকে মুছে দিতে ... ওহে রাজাকার - নব্য কিংবা একাত্তরের , ছেড়ে যা তোরা এই দেশটা আমার ........ ( বিঃদ্রঃ কিছু কিছু লাইন অন্য কবিতা থেকে চুরি করেছি । তবে স্বেচ্ছায় নয় । আবেগের বশবর্তী হয়ে ওই লাইনগুলোই কেবল মাথায় ঘুরছিল । কেউ এতে কষ্ট পেলে আমি একান্তই দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।