উপরে ছবি দেখলেন যেটার সেটাই হল দুনিয়ার সবচাইতে বড় সুইমিং পুল। এই বিশাল সুইমিং পুলটা চিলিতে অবস্হিত, চিলিতে ঐ জায়গাটার নাম আলগারোবো। শুনুন আরো কিছু তথ্য:
> পুলটা ১০১৩ মিটার বা ৩৩২৪ ফুট লম্বা।
> এটা প্রায় ২০ একর জায়গাতে বিস্তৃত।
> এই সুইমিং পুলে ২৫ কোটি লিটার পানি ধরে যা স্টান্ডার্ড ৮ মিটার সাইজের ৬০০০ পুলের পানির সমান।
> এটা বানাতে প্রায় এক বিলিয়ন পাউন্ড স্টার্লিং লেগেছে, আজ্ঞে একশত কোটি বৃটিশ পাউন্ড!
> সুইমিং পুলটি সর্বোচ্চ ১১৫ ফুট পর্যন্ত গভীর, সুতরাং ডাইভ দেয়ার সময় সাবধান।
> এটা বানাতে প্রায় পাঁচ বছর লেগেছে। ২০০৬ সালে এটা বানানো শেষ হয়।
> এই সুইমিং পুলের পানির তাপমাত্রা নিয়ন্ত্রিত যা ২৬ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত উঠানো যায়। বাইরে সমুদ্রের পানির তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রীর কাছাকাছি, বেশ ঠান্ডা।
> এই সুইমিং পুল রক্ষনাবেক্ষন করতে বছরে প্রায় দুই মিলিয়ন ডলার লাগে। মাসে সোয়া কোটি টাকা!!!
বানালো কেন? এটা বানানোর কারন হল চিলির সমুদ্র উপকুলের পানি বেশ ঠান্ডা আর সাঁতারের প্রায় অনুপোযোগী। বলতে গেলে সাঁতার নিষিদ্ধই। এর ফলে পর্যটকরা আসতনা। এত সুন্দর সমুদ্র উপকুল অথচ পর্যটকরা আসবেনা, ভ্রমনকারীরা বেড়াতে এসে সমুদ্রে যাবে আর সাঁতরাবেনা তা কি হয়! অথচ পর্যটন শিল্প সারা বিশ্বে স্বীকৃত একটা বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস।
চিলিয়ান সবাই ভাবতে বসল কি করা যায়।
তখন মি. ফিশচমান নামের একজন বায়োকেমিষ্ট তথা একজন দেশপ্রেমিক এগিয়ে এলেন নতুন আইডিয়া নিয়ে। তিনি এক পদ্ধতি বের করলেন যাতে সমুদ্রের পানিটা ফিলটার করে ৯ - ১০ ডিগ্রী তাপ বাড়িয়ে বা প্রায় ২৫-২৬ ডিগ্রী সেলসিয়াস করে পুলের ভেতরে ঢোকানো যায়, বজায় রাখাও যায়! আর ঐ তাপমাত্র সাতারুর জন্য আরামদায়ক, পর্যটকদের জন্য আকর্ষনীয়!
ব্যাস হয়ে গেল আজদাহা এক সুইমিং পুল!
আরো ছবি দেখুন নীচে।
ভাল কথা আমার জানা সুত্রটি এই পুলে সাতার কাটতে পয়সা কড়ি কিরকম লাগে তা বলেনি, সুতরাং পানিতে নামার আগে জেনে নিবেন খরচাপাতি কিরকম, পরে আমাকে দোষ দেয়া যাবেনা, হুঁ!!
চিলির ম্যাপ
দক্ষিন আমেরিকার পাখি, সুন্দর না?
চিলির ম্যাপ ভাল করে দেখুন, দক্ষিন আমেরিকার দক্ষিন পশ্চিম পাশে কি অদ্ভুত চিকন লম্বা একটা দেশ।
এখান থেকে মানে চিলি থেকে দুনিয়ার সর্ব দক্ষিনে এন্টার্কটিকা... যে মহাদেশ মনে হয় দেখেন নি কোন দিন... সেখানে যেতে পারেন, প্লেনে বা জাহাজে করে! ( দেখুন দিকি সুইমিং পুল থেকে চলে এসেছি এন্টার্কটিকা ভ্রমনে)!
ফরগেট ইট।
একশ কোটি পাউন্ডের সুইমিং পুলের ছবি দেখুন:
সুত্র:
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।