আমাদের কথা খুঁজে নিন

   

সব দাড়ি-টুপিওয়ালারাই কি শিবির করে?



আগে তাও আগপিছ করে বলতো শিবিরের সমর্থনপুষ্ট। এখন আর রাখ-ঢাক নাই। মিথ্যা কথা বলতে বলতে এখন ডাহা মিথ্যা বলা শুরু করছে এইগুলান। কোন দাড়ি-টুপিওয়ালারা কি- করলো আর ব্লগার আরিফুর রহমান নাম দিয়া দিল শিবির। বাংলাদেশের সব দাড়িটুপিওয়ালারাই যদি শিবির করতো তাইলে শিবির হইতো বাংলাদেশের সবচেয়ে বড় দল। কিন্তু ক্যাডায় যুক্তি মানবে। শিবিরকে পচানোর এমন চান্স হাতছাড়া হবে? হড় হড় করে মিথ্যা বলে ফেল। আজিব যতসব কারবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।