আমি একজন মুসলমান সাথে একজন পুরুষ আমার বয়স ২৫+ । তাহলে আমার মুখে দাড়ি গজানোই সাভাবিক নয় কি । বিগতো এক সপ্তাহে আমি দাড়ী কাটিনি । আমার কলেজের সামনে বসা পুলিশ বারবার আমার মুখের দিকে তাকাচ্ছিলো । আমার বন্ধুরা আমাকে দাড়ী কাটার পরামর্শ দিয়ে বলছে তাড়া তাড়ি দাড়ি কেটে ফ্যাল ।
তানা হলে পুলিশে ধরলে আগে মাইর তার পরে প্রশ্ন করবে । রাজশাহী রানী বাজারের ইমাম মাহেব সহ আরো অনেকে নানান প্রশ্নের সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত । আপনার কি মনে হয় আমাদের দেশে কি দাড়ি টুপি পরা যবে না যাবে না ? যদি নাই যায় তাহলে আগেই জানায় দেন বা আপনারাতো আইন পাস করতে পারেন ।
তবে আমার মত বেকারদের জন্যে একটি কাজ করতে হবে । টাকার অভাবে যেন আমাদের কারো দাড়ি কাটার সমস্যা না হয় তার জন্যে মাসিক ৬০ টাকা করে বরাদ্দ করার ব্যাবস্থা করবেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।