ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
একাকী আঁধার রাতে, জোনাকিরা জ্বলে সাথে
অন্তরে জাগে স্মৃতিকথা
তারাদের মেলাতে, মিটিমিটি আলোতে
খুলে রাখে মনের জানালাটা।।
নির্ঘুম এই রাতে রাতজাগা পাখি ডাকে দূরের বনে
ভালোলাগা সেই ক্ষণ স্বপ্ন ছড়ায় আজো বিরহী মনে
ঝাউবনে চুপি চুপি মিলনের অভিসারে
জেগেছিলো প্রেমের বিশালতা।।
অন্তর জুড়ে সেই ভাবনারা জেগে থাকে আজো গোপনে
আসবে আবার তুমি হৃদয় আলো করে এমন ক্ষণে
দরজায় কড়া নেড়ে ডাকবে হঠাৎ করে
ভেঙে দিয়ে আঁধার নীরবতা।।
০৫.০৪.২০০৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।