তিথি
কেউ জানবেনা আমি ভালবেসেছি
কাছে এসেছি বার বার,
হাত ধরে স্বপ্ন এঁকেছি
দু'চোখের কোণে জমিয়েছি স্বর্গ বিধাতার।
কেউ জানবেনা পথের গানে
বহু পথ চলেছি জ্ঞানে অজ্ঞানে,
বহুদূর সাথে হয়তোবা তারা..
চাঁদের আলোতে হয়ে দিশেহারা
মন করেছি ভার।
তুমি কুয়াশা অস্বচ্ছ আশা
সবার আদলে অপরূপ ভাষা,
মন বেদনের ছোট্ট নাঁয়ে
দুই ধারে বসে পথ হারায়ে
ছন্দ কবিতার।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।