যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
১.
আমাদের সেনাপ্রধান, দেশের ্কমাত্র সৎ মানুষ নিঃসন্দেহে । তিনি তার মেয়াদকাল দীর্ঘ করতে কাউকে কিছু বলেননি । কিন্তু তার মেয়াদকাল আপনাআপনি একবছর বেড়ে গেছে ।
এই জন্য তাকে ফাইল চালাচালি করতে হয়নি, এবয় কারো কাছে তদবীরও তিনি করেননি। রাষ্ট্রই তার মেয়াদকাল ১ বছর বাড়িয়ে দিয়েছে নিশ্চই তিনি অপরিহার্য (!!) নইলে রাষ্ট্র তার মেয়াদকাল বাড়াবে কেন ??
২. তিনি কোন যুদ্ধে অংশগ্রহন করেন নি । তারপরও তিনি ক্ষমতাবলে সবার আগে জেনারেল উপাধি নিয়েছেন । অথচ নিয়ম বলে অন্ততঃ একটি সম্মুক্ষযুদ্ধে অংশ্রগহন করতে হয় জেনারেল এর । তিনি করেননি ।
হয়তো কোন প্রয়োজন পড়েনি তাই, প্রয়োজন হলে নিশ্চই তিনি যুদ্ধ করতেন । কেননা তিনি সৎ । তাই বলে জেনারেল হওয়া যাবে না?? আর তিনি ণিশ্চই জেনারেল হতে চাননি । রাষ্ট্র এক্সেত্রে তাকে জোর করে জেনারেল বানিয়েছে ।
৩. তিনি ক্ষমতা দখলে আগ্রহী নন ।
ক্খমতার প্রতি তার কোন লোভ নেই । কিন্তু কথায় কথায় তিনি যে ক্ষমতার ব্যবহার দেখাচ্ছেন, রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন সেই ক্ষমতা তিনি তবে কোথায় পেলেন । সেনাপ্রধানের রাষ্ট্র পরিচালনায় তো কখনও এতো এক্সেস ছিল না ।
৪. তিনি তার বাইকে বানিয়েছেন ট্রাস্টব্যাংকের চেয়ারম্যান । নিশ্চই কেবল তার ভাই ই একমাত্র যোগ্য ব্যক্তি ছিল !! আর সেই সুবাদে তিনি নিয়েছেন ১০০ লক্ষ্ টাকার লোন ।
তার বেতন বলে কোনভাবেই তিনি এতাটাকা পরিশোধ করতে যোগ্য নন, তবে কিভাবে তিনি এতাটাকা লোন পান । আর ১ বছরে পরিমোধন করেছেন ৬০ লক্ষ টাকা । কিভাবেই বা ১ বছরে এতা টাকা পেলেন । ( জাতিসংঘ মিশনের দায়িত্বে থেকেও এতো টাকা পাওয়া সম্ভব নয় যদি না তাকে কেহ এমনি এমনি ভালো বেসে কিংবা সিআইএ ঘুষ হিসেবে টাকা না দিয়ে থাকে !!)
তাই দেশে এমন সৎ মানুস চাই । তাহলেই আমরা নিশ্চই সুখী সমৃদ্ধশীল রাষ্ট্র হতে পারব ।
সুখ আমাদের কপাল দিয়ে বেয়ে বেয়ে পড়বে ।
( হাটুতে নাকি বুদ্ধি থাকে নিশ্চই তাদের প্রধানদের বুদ্ধি গোড়ালেতে !!! আর এদর লজ্জা শরমের কোন বালাই দেখি নাই)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।