আমাদের কথা খুঁজে নিন

   

ও মাইয়া তোর নাম কি?

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

ও মাইয়া তোর নাম কি? নাম দিয়া তোর কাম কি? কাম না থাকলে জিগাই ক্যান, মতলবটা কি তুই ক-আমারে। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে টিয়া মনটা মনটা চায়রে বন্ধু করতে তোরে বিয়া; শখ কতো আহা মরি মরি হাসি আসে মনে বামন হইয়া চায়রে ধরতে আসমানের চাঁদটারে। কেমন তোমার মাতা পিতা কেমন তাদের হিয়া এত বড় হইছো ডাঙর দেয়না তোমার বিয়া দোষ কী বলো মাতা পিতার তোমাকে না পেলে কেমনে তারা করায় বিয়া তাদের ছেলেটারে। ইলিশ মাছের তিরিশ কাটা বোয়াল মাছের দাড়ি আমারে বন্ধু নেড়ে নে তোর বাড়ি তাড়াতাড়ি বৈশাখ গেল একলা আমার বর্ষা গেল ভিজে থাকমু না আর একলা আমি এ ভরা ফাল্গুনে। ও ছেমরা তোর নাম কি? নাম দিয়া তোর কাম কি? কাম না থাকলে জিগাই ক্যান, মতলবটা তোর দেহি ক-আমারে। ও মাইয়া তোর নাম কি? ছবি লিংক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।