আমাদের কথা খুঁজে নিন

   

মাইয়া ' তুমি ফেস বুকে কার বুক বুকিং কর ?

আমাকে তোমরা মামা ডাকতে পারো আমি মাইন্ড করবো না ।
অতিমাত্রায় ন্যাকা আর লুতুপুতু টাইপের মেয়েদের ফেসবুক স্ট্যাটাস গুলো প্রায় একি রকমের হয়। তাদের এই স্ট্যাটাস ভুবনের চুম্বকাংশ তুলে ধরা হল (কিঞ্চিৎ সংগৃহিত। )...... ........... * আজ আমার মন খারাপ, আমার কিছু ভাল লাগে না, কিন্তু কেন?? (এই স্ট্যাটাস বছরে ১৫০দিনই থাকবে, এতে বিচলিত হওয়ার কিছু নাই)। * মুড অফ! (কাছে আসেন হাতুড়ী দিয়া অন করি!) * আজ আম্মু আমাকে অনেক বকা দিছে, আমি খুব কেঁদেছি।

(হ কাইন্দা লন। বিয়ার সময় তো আর কানবেন না!) * ভীষণ ভাল লাগছে! (ভাল তো লাগবই বেকুব পোলাপাইনগো নিয়া মজা মারতাছ,ভাল না লাইগা উপায় আছে) * উফফ ভীষণ বিজি ... (বিজি থাকনের কথা সকালে একটা বিকালে একটা নিয়া ঘুরল এইরকম বিজি থাকবেনই !) * লাইফটা এত বোরিং! ফালতু !! (তাহলে গলায় দড়ি দিয়া মরেন না ক্যান?) * উফ! এত্ত ফ্রেন্ড রিকোয়েস্ট কেন আসে? ডিজগাস্টিং! (ভাব কম মারেন! এতই যদি ডিসগাস্টিং হয়, তাইলে প্রাইভেসি চেঞ্জ করেন । ল্যাঠা চুকে যায়!) * আজ আমি একটা নতুন রান্না করেছি! কে কে খাবে? (হইছে। আর কাম নাই খাওনের! নিশ্চয় লবনের বদলে চিনি দিয়া দিছেন!) * বন্ধুরা মিলে বাইরে খেতে যাচ্ছি, ওয়াও! (তো আমরা কি করুম? তোগো লাইগা ওরস্যালাইন পাঠামু?) * আজ বান্ধবীরা মিলে চটপটি আর ফুচকা খাইসি ! অনেক মজা করলাম ! (হ্যা, আপনি যেই চটপটি রাস্তায় বা দোকানে দেখেন কিংবা বন্ধুদের সাথে খান তারাও সেইটাই খেয়েছে, এতেও অবাক হওয়ার কিছু নাই। তাদের চটপটি গানা থেকে আনানো হয়নি !! ) * বন্ধুরা তোমরা ঈদের শপিং করছো কে কে? (বুঝছি আপনে শপিং কইরা আইছেন।

একবার খালি পোলাপাইনে জিজ্ঞাসু করলেই সেগুলোর বর্ণনা দেয়া শুরু করবেন) * আজকে দুলা ভাইয়ের সাথে শপিংয়ে গেছিলাম, জোস মজা হইসে, জোস! (হায় আল্লাহ কয় কি!বেচারার মানিব্যাগের আজ জানি কি হাল হইছে!) * আহ ছেলেরা এত খারাপ কেন হয়?কেউ কি বলতে পার?? (নিজে মনে হয় ধোয়া তুলসি পাতা) * ছেলেরা সবকয়টা প্রতারক! (ছ্যাঁকা কয়টা খাইছেন?) * আমি সব ছেলেকে চিনি, সব ছেলে স্বার্থপর ! (আপ্নের স্বার্থে আঘাত লাগছে দেইখা কইতাছেন!) * আজ অনেকক্ষণ ছাদে বৃষ্টিতে ভিজসি... (তাইলে প্যারাসিটামল খাইয়া ঘুমাও) * সামনে এগজ্যাম, বাট কিচ্ছু পড়া হয় নাই! (সারা বছর আম্মারে গেমস খেলনের কথা কইয়া ফেসবুকে ডুইকা ট্যাংকি মারলে এ হইব!) * আমার এক বন্ধুর চাচা খালাত বোনের ছেলের পরশু বিয়ে। (তো আপ্নের এই মহান আত্মীয়ের কোন শালী আছে কিনা সেইটা কইলেন না ক্যান) * বুঝিনা সব ছেলেরা আমাকে এত লাইক করে কেন? (নিজের ঢোল নিজেরই পিটাইতে হয) * ছেলেরা কেন বুঝতে চায় না প্রেম করাই জীবনের সব কিছু না ( বুঝে নিন সে থার্ড টাইম ছ্যাকা খাওয়া মাইয়া) * উহহ মেসি ছেলেটা কত্ত সুইট! উম্মাহহ... (তার কপালে যেই জিনিস জুটবে না সেইটা নিয়েই মাতামাতি করতে পছন্দ করে) * না না না!! আমার টমির (নাহ ভাই এইটা ওর ভাই বোন কেউ না বিড়ালের নাম) জ্বর হইসে তোমারা সবাই দুয়া কর প্লিজ ! (তার নিজের হইলেও একটা কথা ছিল, কিন্তু ফেসবুকে মিলাদ দেওয়ার যে কি দরকার তারাই ভাল জানে) * আমি কতো একা,যদি একটা মনের মতো বন্ধু পেতাম! !! (ফ্রেন্ড লিস্টে ৫০০০টা ফ্রেন্ড ও ১০০০ ফলোয়ার থাকার পরও উনি একা ! ! ! কাওরে লাইন লাগানোর জন্য পরোক্ষ ভাবে আহবান করতাছে। ) * ফেসবুকের ফ্রেন্ড আর রিয়েল ফ্রেন্ডের মধ্যে পার্থক্য কি ? (রিয়েল ফ্রেন্ডরে মগজ ধোলাই দিয়া ইচ্ছামতো খাওন যায় আর ফেবুর ফ্রেন্ডরে দিয়া বিনা টিকেটে সার্কাসের আনন্দ নেওন যায়!) (বিঃ দ্রঃ প্রতিটি স্ট্যাটাসের পর ১০০টি আতেল মার্কা পোলাগো কমেন্ট থাকা বাধ্যতামুলক। )
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।