জীবন েযখােন েযমন
মোর নাম কুসুম
আর টুসি মোর মাইয়া।
রাস্তা ঘাটে যে টুসি তোমগো কাছে হাত পাতে,
আর কয়, আফা/ভাইয়া দুইডা ট্যাহা দেন না।
একটি রুডি কিন্না খামু, হে-ই টুসি।
আপনেরা তো গালি দেন,
আর কন এইডা পয়দা করল কে-রে?
কিন্তু কি করুম কন!
একদিন মুই ও ছিলাম আপনাগো মতন ভালা মানুষ।
সারা গ্রাম ঘুইরা বেরাইতাম,
হাসতাম, খেলতাম, গাইতাম।
ঐ যে পাশের গ্রামের রইস্যা!
মোর বাবারে কইলো হ্যায় মোরে ভালা বাড়ি কামে দিবো
অভাবের সংসার, বাবায় খোজ খবর না নিয়াই মোরে হ্যার লগে দিয়া দিল।
হ্যায় মোরে দুইদিন রাইখ্যা বেইচ্চা দিল।
বিশাল বাড়ি, অন্ধকারে ঘরে মোের বন্ধি কইরা রাখল।
মুই একজনের হাতে পায়ে ধইরা বাবা সোনা কইয়া পলাইছিলাম
কিন্তু পলইলে কি অইবো!
মোর কপাল তো পুইড়া গেছেগা।
গ্রামের লোকের ভয়ে মোরে আর ঘরে তুললো না।
মোরে ঘরে নিলে হ্যার নাকি গ্রামছাড়া অইবো।
মুই আবার চইল্লা আইলাম ঢাহার শহরে।
হেই পথই বাইচ্ছা নিলাম্
টুসি যে যে কোইত্থন মোর লগে বাসা বাধলো মোর শইল্লের মইধ্যে
বুঝিতেই পারলামনা।
আইচ্ছা তোমরা কি পারনা মোর টুসিরে বাঁচাইতে?
তোমগো দিলে কি একটু ও হয়না ওদের জন্য?
তোমার কি চাও টুসি ও মোর মত ওই পথ ধরুক?
রাস্তার কুকুরগুলো ওরে নিয়া ও মোর মত টানা হেঁচড়া করুক?
একবার ভাবোতো মুই কি পারি ওরে বাঁচাতে?
মোর কথা না হয় বাদই দিলাম,
ও কি দোষ করেছে বলোতো
দোহাই তোমাদের -
তোমগো আল্লাহ অনেক দিয়েছে,
একবার শুধু টুসিদের নিয়া ভাবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।