আমাদের কথা খুঁজে নিন

   

সেনাবাহিনী প্রযোজিত, তত্ত্বাবধায়ক পরিচালিত "সরকার' সগৌরবে চলবে দুর্ভিক্ষে

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

আপনি কি চাইবেন? খাদ্য না নির্বাচন? ভোটদাতারা খাদ্যই চাইবে। আসলে ভোটদাতাদের এই আর্মীব্যাকড সরকারের বিরুদ্ধে কথা বলার কোন শক্তিই থাকছে না। আপনারা বলবেন, হ! দেখা আছে, এরাশাদরে ফালাইয়া দিলাম! তেমন আশায় থাকতেই পারেন - তবে তার আগে নয় বছর কেবল ভুলে বসে আছেন। সুবিধা হচ্ছে - এই অবস্থায় নির্বাচন করার কথা কি ভাবা যায়? সরকার খাদ্য কিনবে নাকি নির্বাচনের খরচ বহন করবে! আপনাদের যখন সুশীলরা এমন সব সুবচন উদগীরণ করতে থাকবে তখন সমস্ত আকাশে বাতাসে খাদ্যের দাবীই বেশী শোনা যাবে। গগনবিদীর্ণ সেই চিৎকারে নির্বাচনের দাবীওয়ালারা আবারও দূর্ণীতিবাজ হিশেবে ভেসে যাবে! খালেদা বলো হাসিনা বলো কেউ রবে নারে সব সালিরা ভাইসা যাবে বঙ্গোপসাগরে! হ্যা ভাই দূর্ভিক্ষে মেয়াদ বাড়লো সরকারের। ২০০৮ তো দূরের কথা, ২০০৯ এও সগৌরবে চলতে থাকবে বাংলার ঘরে ঘরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।