ওয়েব দুনিয়া
প্রযুক্তি প্রেমীদের জন্য স্বাধীনতার এ মাসে অন্তত একটি সুখবর এলো । স্বাধীনতার মাসে কেউ দিচ্ছে ছাড়! কেউ দিচ্ছে একটা কিনলে আরেকটা ফ্রি’র মত সব অফার। এতকিছুর ভীড়ে প্রযুক্তি প্রেমীদের জন্য তেমন কোন অফার ছিল না বললেই চলে। তবে আশার কথা হল অশেষে প্রযুক্তি প্রেমীদের জন্য স্বাধীনতার এই মাসের স্বাধীনতা দিবসে প্রকাশিত হল বাংলা ভাষায় ইউনিকোড ভিত্তিক ( সবচেয়ে বড় আকারে প্রযুক্তি ) ব্লগিং সাইট techtunes.com.bd । সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষী প্রযুক্তি প্রেমী অর্থাৎ প্রযুক্তি মনস্কদের এক অসাধারণ মিলন মেলা হবে এ ব্লগ, ঠিক এমনটাই আশা করছেন টেকটিউনস কর্তৃপক্ষ।
বাংলা ভাষায় এই প্রথম সম্পূর্ণ ইউনিকোড ভিত্তিক ব্লগিং সাইট এটি। দারুন ইন্টারফেস, পরিচ্ছন্ন লেআউট আর উপস্থাপনার ছাপ, সাইটিতে খুঁজে পাওয়া যাও। কম্পিউটারে কোন ইউনিকোড ইনপুটিং সিস্টেম ইন্সটল না থাকলেও টেকটিউনসের রাইট প্যানেল থেকে সরাসরি বাংলায় লেখা যায় এবং বাংলায় মন্তব্যও করা যায়। বাংলা সার্চ, বাংলায় আর.এস.এস ফিড সহ ইউনিকোড ভিত্তিক বাংলা ব্লগিং এর যাবতীয় সকল সুবিধা পাওয়া যাবে টেকটিউনস এ। ভাল লেখা গুলোকে একটা আলাদা জায়গা করে দেবার জন্য টেকটিউনস ভাল লেখা গুলো নির্বাচিত বিভাগে নির্বাচন করে দেয়, যা সাইটটি ঢুকলে প্রথমেই চোখে পড়ে।
প্রযুক্তি দুনিয়ার সর্বশেষ খবরটি বাংলা ভাষায় জানতে ও জানাতে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এ সাইটে। প্রযুক্তি বিষয়ক প্রতিবেদন,খবর, প্রোডাক্ট রিভিউ, ওয়েব ডেভলপমেন্ট, ওপেন সোর্স, মোবাইল প্রযুক্তি, অ্যানিমেশন, ডাউনলোড, ট্রিপস এন্ড ট্রিকস, বেঞ্চমার্ক ইত্যাদির মত বহু বিভাগে প্রতি মুহূর্তেই লেখা জমা হচ্ছে বিশ্বের আনাচে কানাচে থেকে। প্রযুক্তি মনস্ক যে কেউ প্রযুক্তি বিষয়ে বাংলা ব্লগ লিখতে পারেন টিকটিউনসে।
এত কিছু থাকতে প্রযুক্তি নিয়ে ব্লগ, এমনই এক প্রশ্নের জবাবে টেকটিউনস কর্তৃপক্ষের উত্তর শুনলে যে কোন প্রযুক্তি প্রেমীরই মন ভরে যাবে। সারা দুনিয়াইতো মেতেছে প্রযুক্তি নিয়ে।
কেউ হয়তো প্রত্যক্ষ কেউ আবার পরোক্ষভাবে। তবে প্রযুক্তির ব্যবহারতো দিনে দিনে বাড়ছেই। কিন্তু সচেতন ভাবে প্রযুক্তি ব্যবহারের জন্য প্রয়োজন মাতৃভাষায় আরো ব্যাপকভাবে এসকল বিষয়ে জানাশোনার। অনেকটা সেই তাগিদেই টেকটিউনসের জন্ম। প্রযুক্তি সচেতনদের লেখালেখি আর আলোচনার মাধ্যমে ধীরে ধীরে সবাই আরো প্রযুক্তি সচেতন হয়ে উঠবে।
এভাবেই এ ব্লগিং সাইট থেকে সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী প্রযুক্তিকে ভালভাবে জানতে বুঝতে ও ব্যবহার করতে শিখবে।
টেকটিউনসে প্রযুক্তি ব্লগারদের বলা হয় ‘টেকটিউনার’ বা ‘টিউনার’ আর টিউনারদের লেখাগুলোকে বলা হয় ‘টিউন’। প্রযুক্তি বিষয়ে বাংলাভাষায় নানা পত্রপত্রিকা থাকলেও টেকটিউনসের মত ব্লগিং সাইটের সংখ্যা এখন পর্যন্ত শুন্যের কোঠাতেই রয়েছে। প্রযুক্তি মনস্কদের এ সাইটটি লেখালেখির জন্য উদাত্ত আহবান জানাচ্ছে।
কম্পিউটারে কোন রকম ইউনিকোড সেটিংস না থাকলে ইন্টারনেট এক্সপ্লোরার (৬,৭,৮) ব্যবহার করে সাইটি চমৎকার দেখা যায়।
আর ফায়ারফক্স (১.৫, ২.০) ও অপেরা ব্যবহারকারীরা ‘ঝকঝকে তকতকে বাংলা পড়ুন’ লিংকে ক্লিক করে মাত্র ৩৩৮ কিলোবাইটের iComplex Bangla টুলটি ডাউনলোড করে কোন রকম ঝামেলা ছাড়াই মাত্র এক ক্লিকেই প্রয়োজনীয় ইউনিকোড সেটিংস করে চমৎকার ভাবে সাইটটি ব্রাউজ করতে পারবে। তবে যে কোন ব্রাউজে এবং পুরো কম্পিউটারে সঠিক, সুন্দর, পরিচ্ছন্ন ও পরিপূর্ণ ভাবে ইউনিকোড বাংলা পড়তে ও লিখতে সাইটে প্রয়োজনীয় নিদের্শনা পাওয়া যাবে।
কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী প্রযুক্তি ব্লগারদের পাশাপাশি, টেকটিউনস প্রায়ই প্রযুক্তি বিষয়ে বিভিন্ন এক্সক্লুসিভ রিপোর্ট, ভিডিও রিপোর্ট ও টিউটোরিয়াল প্রকাশ এবং শ্রেষ্ঠ ব্লগ, সৃজনশীল লেখা, সহ বিভিন্ন প্রতিযোগীতা ও জরিপের আয়োজন করবে।
আসলে এতসব আয়োজনের মাধ্যমে টেকটিউনস চায় বাংলা ভাষাভাষী মানুষের কাছে আরো সাবলীল ভাবে প্রযুক্তিকে তুলে ধরতে। টেকটিউনস কর্তৃপক্ষের প্রত্যাশা তাদের এ যাত্রায় সংশ্লিষ্ট সবার সবাই অংশগ্রহণ করবেন।
তথ্যসূত্র:
দৈনিক আমারদেশ
বিজ্ঞান ও কম্পিউটার
১ এপ্রিল ২০০৮
লিংক: Click
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।