পথ হারা পাখি কেঁদে ফিরি একা!!! আমার ব্লগ জগতে আগমন টেকটিনস নামক প্রযুক্তি বিষয়ক কমিউনিটি ব্লগ সাইটটির মাধ্যমে। টেকটিউনস এর অগনিত পাঠক এর কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। থাবা বাবা (আহমেদ রাজীব হায়দার) নৃশংসভাবে জবাই করে হত্যা আমরা যারা ব্লগ লিখি তাদের মনে দাগ কেটেছে। আমি শোকে দিশেহারা শুধু আমি কেনো অনেকেই।
আমি আশা করেছিলাম আমার ভালোবাসার টেকটিউনস এই হত্যাকান্ডের জন্য কোনো পোষ্ট স্টিকি করবে? বা শোক প্রকাশ করবে।
এর আগে আশা করেছিলাম তারা যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে সোচ্চার হবে। আমি সামুতে লিখি বলে কি শুধুই সামুর ব্লগার? আবার টেকটিউনসে লিখলে কি শুধু টেকটিউনসের ব্লগার?
আজ রাজীব হায়দার নামের মানুষটি যিনি কিবোর্ডে হাত রেখে অসির শক্তি দেখিয়েছিলো আমরা কি তার দল ভুক্ত নই?
ইন্টারনেট কি একাধিক। আল্লাহ্ কি একাধিক? একজন ব্লগার কি একাধিক বার খুন হতে পারে। তাহলে আমার শহিদ ভাইকে কেনো তারা যথাযথ সম্মান দেখায়নি? যে যেখানেই ব্লগ লিখুন না কেনো সবার পরিচয় কি ব্লগার নয়?
তাহলে রাজীব হায়দারের মৃত্যুতে প্রতিবাদ কিংবা গণদাবীর মধ্যে টেকটিউনস এর কি ভূমিকা রাখা উচিৎ ছিলো না?
টেকটিউনস হয়তো খোরা যুক্তি দিবে তারা শুধু টেকনোলজি নিয়ে পোষ্ট করে। আমি টেকটিউনস এর কাছে স্পষ্ট ভাবে জানতে চাই একজন নীরব সাধক ব্লগারের রক্তের চেয়ে আপনাদের নীতিমালা কি বড়? নীতিমালা একটু শিথিল করা যেতো না? রক্তের চেয়ে আপনাদের টেকনোলজি বড়।
আর নীতিমালার প্রশ্ন আসবে কেনো জামাত শিবির দ্বারা একজন ব্লগার ভাইকে জবাই করার প্রতিবাদ করা কি টেকটিউনস এর নৈতিক দ্বায়িত্বের মধ্যে পরে না? তাহলে কি ধরে নিবো টেকটিউনস জামাত শিবিরের পক্ষে। আমার কেনো জানি মনে হচ্ছে টেকটিউনস এর পিছনে ঐ অশুভ চক্রের হাত আছে। আর তাই যদি হয় আপনাদের খোলস এক সময় বেড়িয়ে আসবেই। আপনারা হবেন অন-লাইনের রাজাকার!!! টেকটিউনস কে কমিউনিটি সাইটের ব্লগার সহ সকল প্রকার ব্লগারের জন্য রাজাকার বলে কেনো বিবেচিত হবে না?
টেকটিউনস
আসুন আমরা টেকটিউনস এর পিছনের জামাত শিবিরের লোকদের প্রতিহত করি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।