বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানও প্রযুক্তির বাংলা কমিউনিটি হলো টেকটিউনস। টেকটিউনস সৃষ্টি করেছে সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে প্রযুক্তির এক উন্মুক্ত দ্বার। প্রায় ৬ বছরের বেশি সময় ধরে টেকটিউনস হয়েছে প্রযুক্তিপ্রেমী মানুষের এক অনন্য ঠিকানা। টেকটিউনস বাংলা ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় বিশ্বে এক নিরব বিপ্লব তৈরি করছে। টেকটিউনস থেকে প্রতিনিয়ত জন্ম হচ্ছে লাখো ফ্রিল্যান্সার, আইসিটি পেশাজীবি, আইটি অভিজ্ঞ এবং Greeks & Nerds. টেকটিউনসের কমিউনিটি আজ শুধু বিশ্বের সর্ববৃহৎ বাংলা সৌশল নেটওয়ার্কই নয় বরং বিশ্বে বাংলাভাষায় বিজ্ঞান ও প্রযুক্তি মেধাবীদের এক আর্কাইভ।
টেকটিউনসের এই সুবৃহৎ কমিউনিটিতে বর্তমানে নিবন্ধিত টিউজার সংখ্যা প্রায় ২ লাখের বেশি। এছাড়াও টেকটিউনস এর প্রতি মাসের ইউনিক ভিসিটর প্রায় ৮ লাখেরও অধিক এবং মাসে পেইজভিউ ৯০ লক্ষ+। টেকটিউনসে যদি একটি পৃথিবীর সাথে তুলনা করা হয় তবে এর বাসিন্দা প্রায় ২ কোটি+
ছবি - Shutter Stock
টেকটিউনসের জন্মলগ্ন থেকেই টেকটিউনস একটি মানসম্মত ও অনন্য সৌশল নেটওয়ার্ক। টেকটিউনস একটি বিশাল কমিউনিটি হওয়ার কারনে এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। টেকটিউনস অধিক জনপ্রিয় হওয়ার ফলে একশ্রেনীর অসাধু টিউনার টেকটিউনসের সুনাম নষ্টের চেষ্টা করছে।
তারা প্রতিনিয়ত টেকটিউনসে স্প্যামিং এবং স্ক্যামিং করে চলেছে। স্প্যামিং এবং স্ক্যামিং অত্যাধিক মাত্রায় বেড়ে যাওয়ার কারনে ২০১৩ সালের ডিসেম্বর মাসে টিউনার রেজিস্ট্রেশন বন্ধ রাখা হয়।
ছবি - Shutter Stock
টেকটিউনস সর্বদা চেষ্টা করে কমিউনিটিকে স্প্যামিং এবং স্ক্যামিং মুক্ত রাখতে। কারন স্প্যামার ও স্ক্যামারদের কারনে টেকটিউনসের সুনাম ক্ষুন্ন হয়ে আসছিল। আর টেকটিউনস তার সুনাম অক্ষুন্ন রাখার ব্যাপারে সদা সচেষ্ট।
এরই মধ্যে টেকটিউসের বেশ কিছু কারাগরি দিক উন্নয়ন করা হচ্ছে সেই সাথে স্প্যামিং ও স্ক্যামিং রোধে বেশ কিছু কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। টেকটিউনস নীতিমালা করা হচ্ছে আর সহজ বোধ্য এবং আসছে বেশ কিছু পরিবর্তন এবং খুব দ্রুতই টেকটিউনসের টিউনারশীপ রেজিস্ট্রেশন ও আবার আগের মত উন্মুক্ত করে দেওয়া হবে।
ছবি - Shutter Stock
স্প্যামিং ও স্ক্যামিং নির্মূল করা সম্ভব নয় কিন্তু স্প্যামিং ও স্ক্যামিং নিয়ন্ত্রন করা সম্ভব। আর স্প্যামদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে টেকটিউ্নস কমিউনিটিকে। টেকটিউনস কমিউনটি সদস্য হিসেবে মৌলিক ও মানসম্মত টিউন উপহার দিন স্প্যামরা টেকটিউনসে ভিড়তেও পাড়বে না।
কমিউনিটির সদস্য হিসেবে অন্যদের মান সম্মত টিউন করতে উৎসাহ করুন এবং স্প্যামার ও স্ক্যামারদের সম্পর্কে সচেতন হোন।
ছবি - Shutter Stock
টেকটিউনসের এই সুবিশাল কমিউনিটিতে টিউনারদের মেধা ও সৃজনশীলতার উপর সবচেয়ে বেশি গুরুত্ত্ব দেয়া হয়। এরই ধারাবাহিকতায় টেকটিউনস তৈরি করে আসছে মেধাবি, প্রযুক্তিপ্রেমী সৃজনশীল একদল তরুণ সমাজ। টেকটিউনস এর মাধ্যমে আজ লাখো তরুণ নিজের জীবন বদলেছে। নতুনত্য আর অভিনত্য এর প্রয়োগে টেকটিউনস প্রতিনিয়ত তৈরি করে চলছে পৃথিবীর সবচেয়ে মুখর প্রযুক্তির এই বাংলা কমিউনিটি।
টেকটিউনসের সাথে আরও নিবিড় ভাবে যুক্ত হতে এবং রিয়েলটাইম আপডেট পেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা টেকটিউনসের সোসিয়াল অলিগলিতে যুক্ত হোন এখনই।
শুধু নিজে নয় আপনার বন্ধু-বান্ধব, পরিজন আর সবাইকে নিয়ে আসুন এই প্রযুক্তি বলয়ে।
টেকটিউনস দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় প্রযুক্তির সোসিয়াল মিডিয়া হলেও এটি শুধু মাত্র ভার্চুয়াল জগতেই সীমাবদ্ধ নয় দেশের বিভিন্ন জেলায় নিয়মিত ভাবে টেকটিউনসের বিভিন্ন মিটআপ আর টেকটিউনসের টপটিউনারদের নিয়ে জাঁকজমক ভাবে কনক্লেভ অনুষ্ঠিত হয়। যেখানে টেকটিউনস কমিউনিটি একে অন্যর সাথে সরাসরি মত এ কুশল বিনিময় করতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।