আমাদের কথা খুঁজে নিন

   

পঞ্চগড়ে অপটিক্যাল ফাইবার স্থাপন শুরু

সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকনমিক কো-অপারেশন (সাসেক) প্রকল্পের আওতায় বুধবার স্থানীয় সংসদ সদস্য মাজহারুল হক প্রধান এ কাজের উদ্বোধন করেন।
বিটিসিএল ও জেলা প্রশাসন জানায়, পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের সার্কিট হাউজের সামনে থেকে বাংলাবান্ধা জিরো পয়েন্ট পর্যন্ত ৫১ দশমিক ৭ কিলোমিটার এলাকায় অপটিক্যাল ফাইবার স্থাপন করা হবে।
পর্যায়ক্রমে এর সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের সংযোগ দেয়া হবে।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিল) এ কাজের তদারকির দায়িত্বে রয়েছে।


বিটিসিএল দিনাজপুরের সহকারী প্রকৌশলী (সিএন্ডডাব্লিউ) রঞ্জন কুমার দাস জানান, হামিদা কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান প্রকল্পের কাজ সম্পন্ন করবে।
পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এ কাজ শুরুর দিনটিকে ঐতিহাসিক আখ্যায়িত করে বলেন, এতে তথ্য প্রযুক্তির মহাসড়কে সহজ যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে।
পঞ্চগড় বিটিসিএল কার্যালয়ের সামনে এ কাজের উদ্বোধন হয়। এরপর পঞ্চগড় বিটিসিএল কার্যালয়ে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে পুলিশ সুপার আবুল কালাম আজাদ, জেলা পরিষদ প্রশাসক আবু বকর ছিদ্দিক, বিটিসিএল দিনাজপুরের সহকারী প্রকৌশলী (সিএন্ডডাব্লিউ) রঞ্জন কুমার দাস, পঞ্চগড় বিটিসিএলে সহকারী প্রকৌশলী মো. রোকনুদ্দৌলা প্রমুখ বক্তব্য দেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।