পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ২০ জন আহত হয়েছেন।
আজ রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মোমেনা (৩২), হারুন অর রশিদ (৩৭), রমজান (২৮), মিজান (৩০) আলী হোসেন ও রেজাউল করিম হায়াতকে (৩১) গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, রাতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ এন্টার প্রাইজের একটি বাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে বাস-ট্রাকের চালক ও হেলপারসহ ২০ যাত্রী আহত হন।
এ ঘটনায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।