আমাদের কথা খুঁজে নিন

   

পঞ্চগড়ে ভারতীয় ফেনসিডিলসহ আটক ২

পঞ্চগড়ে ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- সদর  উপজেলার যতনপুকুরী গ্রামের সাইফুল্লার পুত্র মেহেদী হাসান বাবু (৩২) এবং পৌর এলাকার তুলারডাঙ্গা গ্রামের আছির উদ্দিনের পুত্র মো. বকুল (৩০)।

শুক্রবার গভীর রাতে এস আই নুরুন্নবী প্রধানের নেতৃত্বে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত দুইজন দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে ভারতীয় ফেনসিডিল এনে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে সরবরাহ করতেন। শুক্রবার রাতেও পুরাতন আটোয়ারী সীমান্ত দিয়ে ফেনসিডিল নিয়ে আসার পথে পঞ্চগড়-আটোয়ারী জেলা সড়কের ফুটকিবাড়ী এলাকায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশের ওসি মাসুদ রানা জানান, ফেনসিডিল পাচার এবং মাদকদ্রব্য বিক্রয়ের অভিযোগে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।