বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আজ পঞ্চগড়বাসী মানব বন্ধন কর্মসূচী পালন করে। কর্মসূচীতে ছাত্র, শিক্ষক, সাংবাদিক, নাট্যকর্মী, আইনজীবি, রাজনীতিক, শিল্পী, সাহিত্যিক সহ স্থানীয় জনসাধারণ স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সোহরাব হোসেন সোহাগ ( ভূমিজ নাট্য গোষ্ঠী), রফিক (উদীচি), হাজ্জাজ তানিন (ভূমিজ) ,তোফাজ্জল হোসেন কাজল (শহীদ রবি সাহিত্য পরিষদ), সাইফুল ইসলাম বাবু (সাবেক সাধারণ সম্পাদক , প্রেস ক্লাব পঞ্চগড় ) মোস্তাফিজুর রহমান (সদস্য সচিব, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দাবী কমিটি ), বিশিষ্ট রাজনীতিক ও সমাজকর্মী এ্যাড: নাজমূল ইসলাম কাজল , বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক শাহেদ শাফায়েত, নাট্যকার, নির্দেশক, কথা সাহিত্যিক ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দাবী কমিটির আহব্বায়ক সরকার হায়দার । সঞ্চালনায় ছিলেন মোস্তাক আহমেদ । কবি শাহেদ শাফায়েত তার বক্তব্যে বলেন - “হিমালয় কন্যা পঞ্চগড় জেলার ভৌগলিক ও প্রাকৃতিক পরিবেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীটি একান্ত যৌক্তিক ও ন্যায় সংগত। এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে , এখানকার মাটি ও মানুষের একান্ত প্রানের দাবী বাস্তবায়িত হবে। সারা বাংলাদেশে উচ্চ শিক্ষার আলো ছড়াবে। ” সব শেষে আহব্বায়ক সরকার হায়দার আগামীতে মতবিনিময় সভার মাধ্যমে পঞ্চগড়ের সর্বস্তরের বিশিষ্ঠ শিক্ষানুরাগী ব্যাক্তিদের নিয়ে একটি পূনাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে আন্দলোনকে বেগবান করার ঘোষনা দেন । ফেসবুক ও অন্যান্য মিডিয়ায় এ ব্যাপারে যারা লেখালেখি করছেন সবাইকে ধন্যবাদ জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।