আমাদের কথা খুঁজে নিন

   

কেমনে ভুলিব তোমারে

নাজমুল ইসলাম মকবুল কেমনে ভুলিব তোমারে নাজমুল ইসলাম মকবুল লিডার বলো হে, কেমনে ভুলিব তোমারে দিনে একরূপ রাতে একরূপ রূপ বদলাও বারে বারে।। ইলেকশনের সময় হলে জনসেবা করো ভাই ইলেকশনের পরে আমি খুজে দেখি তুমি নাই বসন্তেরই কুকিল হয়ে ঘুরো গ্রামে বন্দরে।। ইলেকশনের পরে তোমার পেতে হলে দরশন সরিষারও তেল লাগে ভাই গাভির ঘি চাই তেরো মন তারপরেও দালাল লাগে দুঃখ লাগে অন্তরে।। ভাবিয়া নাজমুলে বলে জোতা মারো এদের গায় জগনগনে মুলা দিয়ে নিজের আখের যে গুছায় তলাবিহীণ ঝুড়ি বানায় দেশ টানে অন্ধকারে।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।